For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাপুরুষদের অপমান করা শিখিয়েছে ‘লেনিনের বাচ্চা’রা, কু-কথার বাণ ছাড়লেন দিলীপ

মঙ্গলবার লেনিন মূর্তি ভাঙার প্রতিক্রিয়ায় দিলীপ ঘোষ বলেছিলেন, কি একেবারে নিরামিষ হয়!’ আর এদিন শালীনতার সীমা ছাড়িয়ে সিপিএমকে ‘লেনিনের বাচ্চা’ বলে উল্লেখ করলেন।

  • |
Google Oneindia Bengali News

ফের কুকথায় পঞ্চমুখ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার লেনিন মূর্তি ভাঙার প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, 'এতদিন শোষণ করেছেন আপনারা, এরপর কি একেবারে নিরামিষ হয়!' আর এবার তিনি একেবারে শালীনতার সীমা ছাড়িয়ে সিপিএমকে 'লেনিনের বাচ্চা' বলে উল্লেখ করলেন।

মহাপুরুষদের অপমান করা শিখিয়েছে ‘লেনিনের বাচ্চা’রা, কু-কথার বাণ ছাড়লেন দিলীপ

বুধবার আইন অমান্য আন্দোলনের মঞ্চে দিলীপ ঘোষ বলেন, 'পশ্চিমবঙ্গে মহাপুরুষদের অপমান করা আমাদের কে শিখিয়েছিল? শিখিয়েছিল লেনিনের বাচ্চারা। নকশালরা বিপ্লবী ও মহাপুরুষদের মূর্তিতে কালি লাগিয়েছিল। ভাঙচুর করেছিল মূর্তি। আর আজ ত্রিপুরায় যে ঘটনা ঘটেছে, তা তো স্রেফ একটা দৃষ্টান্ত। মাত্র দুটো মূর্তি ভাঙা হয়েছে। তাতেই সিপিএমের গায়ের জ্বালা ধরেছে। জনগণের কত টাকা দিয়ে ওইসব মূর্তি তৈরি হয়েছিল তার হিসেব আছে। এখনও ধর্মতলায় লেনিনের মূর্তি রয়েছ, তার পাশে পদ্মও আছে। ওই পদ্ম আছে বলেই রক্ষা। না হলে লেনিন মূর্তি থাকত না ওখানে।'

তিনি বলেন, 'লেনিন আপনাদের নেতা হতে পারে, আমাদের কেউ নন। শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙা হলে আমরা ছেড়ে কথা বলব না। এইবার ছেড়ে দিলাম। দ্বিতীয়বার যদি এই ঘটনা ঘটে আমরা চুপ করে বসে থাকব না।' তিনি এই বিষয়ে যাদবপুরের ছাত্রছাত্রীদের দিকে তির ছুড়ে বলেন, 'ওই একটা জায়গা আমরা ছেড়ে রেখেছি দেশদ্রোহীদের জন্য। যা করার ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে করুন। বাইরে বের হলে চেহারা পাল্টে দেব।'

মহাপুরুষদের অপমান করা শিখিয়েছে ‘লেনিনের বাচ্চা’রা, কু-কথার বাণ ছাড়লেন দিলীপ

তাঁর কথায়, 'দেশদ্রোহীরা আজ শ্যামাপ্রসাদের মূর্তিতে কালি লাগিয়েছে। ত্রিপুরায় এখন মানিক সরকারের নেতৃত্বে সিপিএম সরকার চলছে। তারা আইন-শৃঙ্খলা রক্ষা করতে পারছে না। ভাঙচুর করা হচ্ছে মূর্তি, আর দোষ চাপানো হচ্ছে আমাদের উপর। তিনি অভিযোগ করেন, এসব হচ্ছে সিপিএমের ব্যর্থতায়।

এদিন তিনি বৃহস্পতিবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি পবিত্র করার কর্মসূচির কথা ঘোষণা করেন। বলেন, 'বৃহস্পতিবার দুপুরে ১টায় কেওড়াতলা মহাশ্মশানে জমায়েত হয়ে দুধ ঢেলে মূর্তি শোধন করা হবে।' তিনি বলেন, 'শ্যামাপ্রসাদের প্রতিষ্ঠিত ২২টি রাজ্যে শাসন করছে, তাই ওইটুকু কালিতে কিছু হবে না, আমরা দুধ ঢেলে, তা ফের সাদা করে দেব।'

এ প্রসঙ্গে তিনি পুলিশকেও হুঁশিয়ারি দেন, 'তাঁদের বাধা দিতে এলে পুলিশের উর্দির রং তাঁরা দেখবেন না। কারণ ওই উর্দি জনতার করের টাকায় কেনা।' এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করেন দিলীপ ঘোষ। বলেন, 'বিজেপির এমনই গুঁতো, মুখ শুকিয়ে আমরা হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর।'

English summary
Dilip Ghosh criticizes CPM as a son of Lenin and warns to TMC and police. He warns also student of Jadavpur who are accused to break the Shyamaprasad statue,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X