For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃতীয় ফ্রন্ট অবাস্তব ভাবনা! 'আঞ্চলিক দল' কটাক্ষে মমতাকে একহাত দিলীপের

বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের তৃতীয় ফ্রন্ট সওয়ালকে অবাস্তব ভাবনা বলে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Google Oneindia Bengali News

বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের তৃতীয় ফ্রন্ট সওয়ালকে অবাস্তব ভাবনা বলে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মমতা ও চন্দ্রশেখর রাওকে একযোগে বিঁধে তিনি বলেন, 'ওঁরা হতাশা থেকে এসব করছে। এর ফলে কাজের কাজ কিছুই হবে না। অঙ্কুরেই বিনাশ ঘটবে ওইসব জোট-ভাবনার।'

তৃতীয় ফ্রন্ট অবাস্তব ভাবনার ফসল! আঞ্চলিক দল কটাক্ষে মমতাকে একহাত দিলীপের

[আরও পড়ুন:বিজেপির বিকল্প কংগ্রেস নয়! ২০১৯-এর লক্ষ্যে মমতা-রাওয়ের সওয়ালে নয়া সমীকরণ][আরও পড়ুন:বিজেপির বিকল্প কংগ্রেস নয়! ২০১৯-এর লক্ষ্যে মমতা-রাওয়ের সওয়ালে নয়া সমীকরণ]

দিলীপ ঘোষ বলেন, 'যাঁরা আজ বিজেপি বিকল্প ফ্রন্ট গড়ার কথা বলছে, তাঁরা নিজের রাজ্যটাকেই সঠিকভাবে চালাতে পারেন না, তাঁরা দেশকে নেতৃত্ব দেবেন কীভাবে! এইসব বিকল্প জোটের ভাবনা মাঝেমাঝেই জেগে ওঠে। আবার তা আলোচনাতেই শেষ হয়ে যায়। এই জোট সওয়ালে বিজেপি আদৌ চিন্তিত নয়।'

উল্লেখ্য, কেন্দ্র থেকে বিজেপিকে হটাতে কংগ্রেসকে বাদ দিয়ে এদিন তৃতীয় ফ্রন্টের পক্ষেই সওয়াল করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। সোমবার নবান্নে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে তিনি ফেডেরাল ফ্রন্টের দাবি জোরালো করেন।

[আরও পড়ুন: জোর ধাক্কা রাজ্য বিজেপিতে, মমতায় আস্থা রেখে তৃণমূলের সঙ্গী হচ্ছে এনডিএ-র শরিক][আরও পড়ুন: জোর ধাক্কা রাজ্য বিজেপিতে, মমতায় আস্থা রেখে তৃণমূলের সঙ্গী হচ্ছে এনডিএ-র শরিক]

রাও বলেন, 'দেশের স্বার্থেই জোট প্রয়োজন। তৃতীয় ফ্রন্ট গড়ার প্রয়োজন বিজেপিকে হটাতে। সেই কারণেই কেন্দ্রে মোদী সরকারকে হটাতে জোটের তোড়জোড় শুরু হয়েছে।' তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিকল্প জোট গড়ার আওয়াজ তোলেন। আর সেই কথারই প্রতিক্রিয়ায় বিজেপি রাজ্য সভাপতি তীব্র কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো-সহ অন্যান্য আঞ্চলিক দলের নেতৃত্বকে।

দিলীপবাবু বলেন, 'বিজেপিকে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। ভয় পেয়েছে অন্য রাজ্যের আঞ্চলিক দলগুলোও। যেখানে নির্বাচন হচ্ছে, সেখানেই বিজেপি জিতে চলেছে। এক একটা রাজ্যে বিজেপির বাড়বাড়ন্তে আঞ্চলিক শক্তির বিনাশ ঘটছে। তাই অস্তিত্ব সংকটে পড়ে এসব জোট পরিকল্পনা কষা হচ্ছে, যার কোনও ভিত্তি নেই, ভবিষ্যৎ নেই।'

[আরও পড়ুন: মন্ত্রীর এলাকাতেই উন্নয়ন, অন্যত্র শুধুই অন্ধকার! জেলা সভাপতির বার্তায় 'সিঁদুরে মেঘ' তৃণমূলে][আরও পড়ুন: মন্ত্রীর এলাকাতেই উন্নয়ন, অন্যত্র শুধুই অন্ধকার! জেলা সভাপতির বার্তায় 'সিঁদুরে মেঘ' তৃণমূলে]

English summary
BJP state president Dilip Ghosh criticizes to CM Mamata Banerjee on third front issue. He says that is an unrealistic thinking of unsuccessful ruler,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X