For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীকে যা যা বলতে পারেন মমতা! দিলীপ ঘোষের মন্তব্যে শোরগোল

যখন প্রধানমন্ত্রী মোদী দিল্লিতে ডাকতেন তখন দিল্লিতে না গেলেও এখন সিবিআই-এর ঠেলায় দিল্লি দৌড়তে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে।

  • |
Google Oneindia Bengali News

যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে ডাকতেন তখন দিল্লিতে না গেলেও এখন সিবিআই-এর ঠেলায় দিল্লি দৌড়তে হচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বৈঠককে এইভাবেই কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুরে দলীয় বৈঠকে যোগ দিতে গিয়ে তিনি এই কথা বলেন।

মমতার দিল্লি যাত্রা নিয়ে কটাক্ষ

মমতার দিল্লি যাত্রা নিয়ে কটাক্ষ

দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন দিল্লি ডাকত, তখন যেতেন না। এখন সিবিআই-এর ঠেলা থেকে বাঁচার জন্য দিল্লি যাচ্ছেন। কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, প্রধানমন্ত্রীর হাতে পায়ে
ধরে বলবেন মাফ করে দিন। আর এরকম হবে না। আমরা সঙ্গেই থাকব।

'মমতা জানেন রাজীব কুমার কোথায়'

'মমতা জানেন রাজীব কুমার কোথায়'

রাজীব কুমার কোথায় থাকতে পারেন, সেসম্পর্কে প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, এতদিন প্রোটেকশন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনিই বলতে পারবেন, রাজীব কুমার কোথায় রয়েছেন। রাজীব কুমার দিদির আঁচলের তলায় থাকুন আর মাটির তলায়, সিবিআই তাঁকে ধরতেই বলেও সাফ জানান দিলীপ ঘোষ।

পুলিশকে হুঁশিয়ারি

পুলিশকে হুঁশিয়ারি

রাজ্যের পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তাঁর মন্তব্য গণতন্ত্রে পরিবর্তন আসে। এবিভিপি ছাত্রদের ওপর পুলিশের লাঠি চালানো নিন্দা করেন তিনি। দিলীপ ঘোষের দাবি, তাঁকে(দিলীপ ঘোষ) ফুল দেওয়ার জন্য
দাঁড়িয়ে ছিলেন এবিভিপির সমর্থকরা। পুলিশের সমালোচনা করে তিনি বলেন, স্বেচ্ছাচারী হওয়ার জন্যই এখন পুলিশকে কেউ মানে না।

<strong>[রাজীব কুমারকে সিবিআই খোঁজ করতেই স্বতঃপ্রণোদিত বৈঠক মমতার! মোদীর সঙ্গে বৈঠক নিয়ে বাক্যবাণ বাবুলের]</strong>[রাজীব কুমারকে সিবিআই খোঁজ করতেই স্বতঃপ্রণোদিত বৈঠক মমতার! মোদীর সঙ্গে বৈঠক নিয়ে বাক্যবাণ বাবুলের]

[ নীতীশের 'চাল'! জেলবন্দি লালুর দলে বড় ভাঙনের সম্ভাবনা, বিজেপিও বিভাজনের ছাপ][ নীতীশের 'চাল'! জেলবন্দি লালুর দলে বড় ভাঙনের সম্ভাবনা, বিজেপিও বিভাজনের ছাপ]

English summary
Dilip Ghosh criticises CM Mamata Banerjee's meeting with PM Modi. This meeting will be heldon 4.30 pm on Wednesday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X