For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরএসএস আর দিলীপ এখন দুই মেরুতে! ২৪ ঘণ্টায় ১৮০ ডিগ্রি ঘুরে গেল মত

আরএসএসের আপত্তি নেই শোভন বিজেপিতে যোগ দিলে। প্রকারান্তরে আরএসএস শোভন চট্টোপাধ্যায়কে গেরুয়া শিবিরে স্বাগত জানিয়েছে। কিন্তু বেঁকে বসলেন দিলীপ।

  • |
Google Oneindia Bengali News

আরএসএসের আপত্তি নেই শোভন বিজেপিতে যোগ দিলে। প্রকারান্তরে আরএসএস শোভন চট্টোপাধ্যায়কে গেরুয়া শিবিরে স্বাগত জানিয়েছে। কিন্তু বেঁকে বসলেন দিলীপ। ২৪ ঘণ্টা আগেই দরজা বাড়ানোর বার্তা দিয়েছিলেন। এদিন ১৮০ ডিগ্রি ঘুরে দিলীপ ঘোষ বললেন, দরকার নেই আমাদের অমন নেতার। আমাদের দলে অনেক অমন নেতা রয়েছেন।

মুষলপর্বের অবতারণায় পতনের বার্তা

মুষলপর্বের অবতারণায় পতনের বার্তা

মুষলপর্ব শুরু হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসে। এবার পতন অনিবার্য। শোভন চট্টোপাধ্যায় মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করার পরই বিজেপি রাজ্য সভাপতি তৃণমূলকে বিঁধলেন পতন-কটাক্ষে। তিনি বললেন, এই তো সবে শুরু। এবার দেখুন, তৃণমূলের কাদের কাদের পতন ঘটে। তবে শোভন চট্টোপাধ্যায়ের বিজেপি যোগ নিয়ে অবস্থান বদল করলেন।

শোভনকে নিয়ে জল্পনা

শোভনকে নিয়ে জল্পনা

মন্ত্রিত্ব থেকে আগেই সরে গিয়েছেন শোভন। এবার মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পালা। এরই মধ্যে শোভনকে নিয়ে জল্পনা- তিনি কী করবেন। তিনি কি এবার তৃণমূলও ছাড়বেন? ২০১৯-এর আগে তিনি যোগ দেবেন পদ্মশিবিরে। তা নিয়েই প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। প্রশ্ন করা হয়েছিল আরএসএসের অন্দরে। দুটো পরস্পর-বিরোধী কথা উঠে এসেছে তাঁদের তরফ থেকে।

শোভনের ইস্তফার পরই যোগ-জল্পনা

শোভনের ইস্তফার পরই যোগ-জল্পনা

২০১৯ লোকসভা নির্বাচন আসন্ন। তার আগে যে যার মতো করে ঘুঁটি সাজাচ্ছে। সবাই ব্যল্ত মহাযুদ্ধেরে প্রস্তুতি নিতে। ঠিক তখনই শোভনের ঘোষণা ইস্তফার। দুই মন্ত্রকের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিলেন। আগেও অনেকবার ইস্তফা দিতে চেয়েছিলেন। এবার পদত্যাগ পত্র গ্রহণ করে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর নির্দেশও দিলেন মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার।

দিলীপের দরজা-তত্ত্ব একদিন আগে

দিলীপের দরজা-তত্ত্ব একদিন আগে

দিলীপ ঘোষ মঙ্গলবার বলেছিলেন, পতনের এই তো শুরু। মুকুল গিয়েছেন, শোভন গেলেন, আরও কত যাবেন। এই প্রসঙ্গেই তিনি জল্পনা উসকে দিলেন, আমরা আরও দরজা বড় করছি। দরজা বাড়াচ্ছিও। যাতে আরও অনেক মানুষ একসঙ্গে ঢুকতে পারেন। তবে যে-ই ঢুকুন না কেন বিজেপি তাঁদের ছেঁকেই নেবে। তার ব্যবস্থাও রয়েছে।

[আরও পড়ুন: আবার কি মেয়র পদে তিনি! ‘হেভিওয়েট' মেয়রের জন্য আইন বদলের জল্পনাও জোর ][আরও পড়ুন: আবার কি মেয়র পদে তিনি! ‘হেভিওয়েট' মেয়রের জন্য আইন বদলের জল্পনাও জোর ]

আরএসএস নয়া জল্পনা তৈরি করল

আরএসএস নয়া জল্পনা তৈরি করল

এদিন আরএসএস আবার জল্পনা উসকে দিয়ে বলে, শোভন চাইলে বিজেপিতে আসতেই পারেন। তাঁর বিজেপিতে আসা নিয়ে কোনও বাধাই নেই। তবে তার আগে বিজেপির অনুমোদন লাগবে। বিজেপি চাইলে তবেই শোভন চট্টোপাধ্যায়ের প্রবেশ হতে পারে। মোট কথা, বিজেপি ও আরএসএস টোপ দিয়েই রাখল। এখন অপেক্ষা শোভন কোন পথে পা বাড়ান।

[আরও পড়ুন: কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্য অন্ধ হবে! জনগণকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর][আরও পড়ুন: কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্য অন্ধ হবে! জনগণকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর]

দিলীপের মত বদলে গেল ১৮০ ডিগ্রি

দিলীপের মত বদলে গেল ১৮০ ডিগ্রি

দিলীপ প্রথমে বলেছিলেন কেউ আসতে চাইলে আসতেই পারে। আমরা দরজা বাড়াচ্ছি। আর ২৪ ঘণ্টা পরেই তাঁর মত ঘুরে গেল একেবারে ১৮০ ডি্গ্রি। তিনি বলেন, শোভনের দরকার নেই তাঁদের দলে। আমাদের লোক আছে। আরএসএস নো-অবজেকশন দিলেও বিজেপির এই অবস্থান বদল তাৎপর্যপূর্ণ বর্তমান রাজনৈতি প্রেক্ষাপটে।

[আরও পড়ুন: কাশ্মীরে সরকার গড়তে চলেছে বিজেপি বিরোধী তিন দলের 'মহাজোট' ][আরও পড়ুন: কাশ্মীরে সরকার গড়তে চলেছে বিজেপি বিরোধী তিন দলের 'মহাজোট' ]

English summary
BJP State President Dilip Ghosh change his opinion on Sovan Chatterjee within 24 hours. He is in different position from RSS on that subject,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X