For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরোধী শূন্য পঞ্চায়েতে মিলবে ৫ কোটির ‘ইনাম’! শুভেন্দুর ‘ফরমান’কে চ্যালেঞ্জ দিলীপের

বিরোধী শূন্য পঞ্চায়েত দিলে ৫ কোটির পুরস্কার মিলবে। সদর্পে তা ঘোষণা করেছেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু আধিকারিক। তাঁর এই মন্তব্যের বিরুদ্ধে এবার সরব হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

  • |
Google Oneindia Bengali News

বিরোধী শূন্য পঞ্চায়েত দিলে ৫ কোটির পুরস্কার মিলবে। সদর্পে তা ঘোষণা করেছেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু আধিকারিক। তাঁর এই মন্তব্যের বিরুদ্ধে এবার সরব হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'রাজ্যে গণতন্ত্রকে পয়সা দিয়ে কেনা হচ্ছে। এই প্রবণতা গণতন্ত্রের পক্ষে লজ্জার। শাসকদল ভোটে জিততে টাকার বাজি রাখছে।'

বিরোধী শূন্য পঞ্চায়েতে মিলবে ৫ কোটির ‘ইনাম’! শুভেন্দুর ‘ফরমান’কে চ্যালেঞ্জ দিলীপের

[আরও পড়ুন:পরিসংখ্যানেই কুপোকাত বিজেপি, দিলীপদের অভিযোগ খণ্ডন করে রাজ্যপালকে বার্তা পার্থর][আরও পড়ুন:পরিসংখ্যানেই কুপোকাত বিজেপি, দিলীপদের অভিযোগ খণ্ডন করে রাজ্যপালকে বার্তা পার্থর]

গত ২৬ মার্চ এক জনসভায় শুভেন্দু অধিকারী রাজ্যে বিরোধী শূন্য পঞ্চায়েত গড়ে তোলার বার্তা দেন। তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আর ছবি হলেই যথেষ্ট। তাহলেই রাজ্যের সমস্ত পঞ্চায়েতে বিজয় নিশান উড়িয়ে দেওয়া যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ও ছবি থাকলেই বিরোধীরা স্রেফ উড়ে যাবে।'

আর এ প্রসঙ্গেই তিনি বলেন, 'আমাদের বিরোধী শূন্য পঞ্চায়েত গড়ার লক্ষ্য নিয়ে এগোতে হবে। আর যারা এই কাজ করতে পারবেন, তাদের পঞ্চায়েতকে ৫ কোটি টাকা দেওয়া হবে। উন্নয়নের লক্ষ্যেই এই টাকা দেওয়া হবে। যাতে সেই গ্রাম পঞ্চায়েত আদর্শ হয়ে উঠতে পারে।'

শুভেন্দুবাবুর এই বার্তাকে একপ্রকার ফরমান বলেই মনে করছে বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি বলেন, '৫ কোটি টাকার উপহার দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে ভোটের প্রতিশ্রুতি আদায় করা হচ্ছে।' তিনি মন্ত্রীর এই বক্তব্যের তীব্র নিন্দা করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'শাসক দলের ওই মন্ত্রীকে আমি জিজ্ঞাসা করতে চাই, এর নাম কি গণতন্ত্র? কেনই বা সরকারি খাতের টাকার লোভ দেখিয়ে ভোট চাওয়া হবে।'

[আরও পড়ুন: তৃণমূল কংগ্রেস সমাজবিরোধীদের দল, পার্থবাবু সমাজবিরোধীদের নেতা, হুঙ্কার দিলীপের ][আরও পড়ুন: তৃণমূল কংগ্রেস সমাজবিরোধীদের দল, পার্থবাবু সমাজবিরোধীদের নেতা, হুঙ্কার দিলীপের ]

English summary
Dilip Ghosh challenges to Suvendu Adhikari on opponent-less panchayat. Suvendu said rupees 5 crore will be available if panchayat is opponent-less,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X