For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুযোগ দিলে আরও লক্ষাধিক মনোনয়ন! এবার তৃণমূলকে নয়া চ্যালেঞ্জ ছুড়লেন দিলীপ

৫৮ হাজারের কিছু বেশি আসনে ভোট, ইতিমধ্যে ৩৮ হাজার আসনে মনোনয়ন জমা দিয়েছে বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি মনে করছেন আরও লক্ষাধিক মনোনয়ন জমা পড়তে পারে।

Google Oneindia Bengali News

৫৮ হাজারের কিছু বেশি আসনে ভোট, ইতিমধ্যে ৩৮ হাজার আসনে মনোনয়ন জমা দিয়েছে বিজেপি। মঙ্গলবার হাইকোর্ট ই-মনোনয়নে মান্যতা দেওয়ার পর বিজেপি রাজ্য সভাপতি মনে করছেন আরও লক্ষাধিক মনোনয়ন জমা পড়তে পারে। আদালত সবাইকে ই-মনোনয়নের সুযোগ দিলে ছবিটাই বদলে যাবে রাজ্যের।

সুযোগ দিলে আরও লক্ষাধিক মনোনয়ন! এবার তৃণমূলকে নয়া চ্যালেঞ্জ ছুড়লেন দিলীপ

[আরও পড়ুন:মমতার দরবারে হাজির বিজেপি সাংসদ! ২০১৯-এর নয়া সমীকরণ নিয়ে জল্পনা তুঙ্গে][আরও পড়ুন:মমতার দরবারে হাজির বিজেপি সাংসদ! ২০১৯-এর নয়া সমীকরণ নিয়ে জল্পনা তুঙ্গে]

দিলীপ ঘোষ মনে করেন, হাইকোর্ট যখন অনলাইন মনোনয়নকে মান্যতা দিয়েছে, তখন সুষ্ঠু ভোটের লক্ষ্যে আর একটু সময় ব্যয় করে সবাইকে সুযোগ দেওয়া উচিত। সুযোগ পেলে আরও লক্ষাধিক মনোনয়ন হবে বলে তাঁর অনুমান। তাহলে সবাই ভোটে লড়ার সুযোগ পাবে। প্রকৃত গণতন্ত্র ফিরবে রাজ্যে।

তিনি অভিযোগ করেন, মুখোশধারীরা নির্বাচনকে কুক্ষিগত করে রেখেছে। ফলে হিংসাত্মক ঘটনা আর সন্ত্রাসে ছেয়ে গিয়েছে প্রাক-ভোট পর্ব। মানুষ আতঙ্কিত। এই অবস্থায় মানুষ স্বেচ্ছায় মনোনয়ন পেশ করতে পারেনি। হাইকোর্ট এই বিষয়ে হস্তক্ষেপ করায় তাঁরা এখন ভরসা পাচ্ছেন। তাই তাঁরা নির্দ্বিধায় এখন মনোনয়ন করতে পারবেন। অবশ্যই আদালত যদি সেই সুযোগ দেন তবেই তা সম্ভব।

উল্লখ্য, মঙ্গলবার সিপিএমের করা একটি মামলায় ই-মনোনয়নে মান্যতা দেন বিচারপতি। ই-মেলে পাঠানো সমস্ত মনোনয়ন গ্রহণ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়। এর ফলে বামফ্রন্টের ৮০০ প্রার্থীর মনোনয়ন প্রাসঙ্গিকতা ফিরে পায়। এরপরই বিজেপি দাবি করে, তাঁরা ২০০০ মনোনয়ন ই-মেলের মাধ্যমে পাঠিয়েছে ২৩ এপ্রিলের মধ্যে।

এ প্রসঙ্গেই দিলীপের যুক্তি শুধু এই মনোনয়নগুলিই নয়, এখনও যাঁরা মনোনয়ন দিতে ইচ্ছুক তাঁদের মনোনয়ন গ্রহণ করা হোক ই-মেলের মাধ্যমে। তাহলে আরও লক্ষাধিক মনোনয়ন জমা পড়বে বলে তাঁর দাবি।

[আরও পড়ুন:মুকুল রায় বাংলার মানুষের মন পাবেন না! ছেলে শুভ্রাংশুর 'স্মার্ট'-তোপে বিদ্ধ বাবা][আরও পড়ুন:মুকুল রায় বাংলার মানুষের মন পাবেন না! ছেলে শুভ্রাংশুর 'স্মার্ট'-তোপে বিদ্ধ বাবা]

English summary
Dilip Ghosh challenges more than lakh nominations will be submitted if given the opportunity. High Court gives validity of e-nomination,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X