For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলীপের অপসারণ চেয়ে তৃণমূলের সাহায্য! অভিযোগের তির কি মুকুল-রাহুলের দিকেই

আগামী ডিসেম্বরে দিলীপ ঘোষের বিজেপি সভাপতি হিসেবে মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই তাঁকে অপসারণের চেষ্টা চলছে বলে অভিযোগ দলের অন্দরে।

Google Oneindia Bengali News

আগামী ডিসেম্বরে দিলীপ ঘোষের বিজেপি সভাপতি হিসেবে মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই তাঁকে অপসারণের চেষ্টা চলছে বলে অভিযোগ দলের অন্দরে। তৃণমূলের একাংশের সাহায্য নিয়ে দিলীপ ঘোষকে অপসারণের চেষ্টা করা হচ্ছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন দিলীপ-অনুগামীদের। দিলীপ অনুগামীদের তোপ দলেরই একাংশ নেতা-নেত্রীর বিরুদ্ধে। এমনকী রাজ্য বিজেপির এই অন্তর্কোন্দলের ঘটনা কেন্দ্রীয় নেতৃত্বকে জানানোও হয়েছে।

দিলীপের অপসারণ চেয়ে তৃণমূলের সাহায্য! অভিযোগের তির কি মুকুল-রাহুলের দিকেই

পঞ্চায়েত ভোট সবেমাত্র মিটেছে। সামনেই লোকসভা ভোট। এই অবস্থায় বঙ্গ বিজেপির বিভাজন বুমেরাং হতে পারে বলে দ্রুত আসরে নেমেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। দিলীপ অনুগামীদের কথায়, পঞ্চায়েতে বিজেপি যেটুকু সাফল্য পেয়েছে তার সিংহভাগ কৃতিত্ব তাঁদের রাজ্য সভাপতির। তাঁর জেলা এবং সংলগ্ন জঙ্গলমহলে বিজেপি তাক লাগানো রেজাল্ট করেছে। বিজেপি জঙ্গলমহলে যে ফল করেছে, তার কিয়দংশ ফলও অন্য নেতাদের জেলাতে হয়নি।

এই অবস্থায় মেয়াদ শেষের পরও পুনরায় বঙ্গ বিজেপির সভাপতির দায়িত্ব দিলীপ ঘোষের হাতেই অর্পণ করা হোক, চাইছে দলের একটা বড় অংশ। কিন্তু দলের অপর অংশ চাইছে দিলীপ ঘোষকে সরিয়ে রাজ্য সভাপতির পদ লাভ করতে। আর তা করতে তৃণমূলের সাহায্য নিতেও কুণ্ঠা বোধ করছে না দলের নেতারা।

দিলীপের অপসারণ চেয়ে তৃণমূলের সাহায্য! অভিযোগের তির কি মুকুল-রাহুলের দিকেই

অভিযোগ, তৃণমূলের কিছু 'বন্ধু' নেতা বিজেপিতে রয়েছেন। তাঁরা চাইছে দিলীপ ঘোষকে সভাপতির পদ থেকে সরিয়ে তৃণমূলকে স্বস্তি দিতে। এই চক্রান্ত সামিল শীর্ষসারির বেশ কয়েকজন নেতা-নেত্রীও। বর্তমান পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটে যে ধাক্কা দেওয়া সম্ভব হয়েছে, তাতে লোকসভাতেও কিছু আসনে তৃণমূলের জয় অনিশ্চিত হয়ে পড়েছে। এই অবস্থা থেকে স্বস্তি পেতে তৃণমূলও চাইছে দিলীপ ঘোষকে সরিয়ে তাঁদের 'বন্ধু' কোনও নেতা রাজ্য সভাপতির পদে বসুক।

[আরও পড়ুন:ভাঙড় আন্দোলনের নেতা অলীক চক্রবর্তীকে কড়া নিরাপত্তায় বারুইপুর আদালতে পেশ][আরও পড়ুন:ভাঙড় আন্দোলনের নেতা অলীক চক্রবর্তীকে কড়া নিরাপত্তায় বারুইপুর আদালতে পেশ]

বিজেপির অন্দরে কান পাতলে দুই বা ততোধিক নেতার কোন্দল শোনা যাচ্ছে। এই প্রেক্ষিতে দিলীপ অনুগামীদের মত, তাঁদের নেতা দিলীপ ঘোষ সারা রাজ্য চষে বেড়াচ্ছেন। দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিতে যার পর নাই চেষ্টা করে যাচ্ছেন। অন্য নেতারা মুখে বিপ্লব দেখাচ্ছেন, আর দিল্লিতে পড়ে থাকছেন পদ পাওয়ার লোভে। আবার কেউ তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে অপদস্থ করার চেষ্টা করছেন দিলীপ ঘোষকে।

[আরও পড়ুন: বিজেপিকর্মীদের রহস্য মৃত্যু! বহিরাগত তত্ত্ব তৃণমূলের, আর যা বলছে শাসকদল][আরও পড়ুন: বিজেপিকর্মীদের রহস্য মৃত্যু! বহিরাগত তত্ত্ব তৃণমূলের, আর যা বলছে শাসকদল]

রাজ্য সভাপতির পদ থেকে দিলীপবাবুর অপসারণ হলে দলের ক্ষতিই হবে বলে ধারণা দলের বড় একটা অংশের। জেলায় জেলায় বিজেপির কর্মী সমর্থকরা তাই জোট বাঁধছেন দিলীপের সমর্থনে। তাঁরা চান বঙ্গ বিজেপির দায়িত্বভার থাকুক দিলীপ ঘোষের হাতে। প্রয়োজনে তাঁরা আন্দোলনে নামতেও তৈরি দিলীপের সমর্থনে।

English summary
Dilip Ghosh can be removed from the post of State president of BJP. Followers of Dilip Ghosh alleged against Mukul Roy and Rahul Sinha,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X