For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুরুংকে ক্লিনচিট, পাহাড়ে হিংসার জন্য দায়ী তৃণমূলের এক 'দালাল'! বিস্ফোরক দিলীপ

সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার মতো বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও বিমল গুরুংয়ের পাশে দাঁড়ালেন। পাহাড়ে আশান্তির জন্য সম্পূর্ণ দায়ী করলেন তৎকালীন পাহাড়ে বিমল গুরুংয়ের ডানহাত বিনয় তামাংকে।

  • |
Google Oneindia Bengali News

পাহাড়ের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার মতো বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও বিমল গুরুংয়ের পাশে দাঁড়ালেন। পাহাড়ে আশান্তির জন্য সম্পূর্ণ দায়ী করলেন তৎকালীন পাহাড়ে বিমল গুরুংয়ের ডানহাত বিনয় তামাংকে। শনিবার বিনয় তামাংয়ের চ্যালেঞ্জের জবাব দিয়ে দিলীপ ঘোষ বলেন, 'বিনয় তামাং আসলে তৃণমূল কংগ্রেসের দালাল। তিনিই পুলিশের বিরুদ্ধে গুলি চালিয়েছিলেন। এখন অস্তিত্ব বাঁচাতে শাসক শিবিরের ছত্রছায়ায় রয়েছেন''

পাহাড়ে হিংসায় দায়ী তৃণমূলের দালাল! বিস্ফোরক দিলীপ

এদিন বিনয় তামাংয়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনেন বিজেপি রাজ্য সভাপতি। পাহাড়ের সমস্ত অশান্তির দায় তাঁর উপর চাপিয়ে দেন তিনি। এতদিন পাহাড় নিয়ে বিজেপি নীরব থাকলেও, এবার কোমর বেঁধে বিনয় তামাংয়ের বিরুদ্ধে আক্রমণ শানাল বিজেপি। মোর্চা ভবিষ্যতে পাহাড়ে বিজেপির সঙ্গে জোট করবে না, এই কথা খোলসা করার পরই দিলীপ ঘোষ দেরি করলেন না বিনয় তামাংকে নিশানা করতে।

তিনি বলেন, 'পাহাড়ে অশান্তির সমস্ত দায় নিতে হবে বিনয় তামাংকে। বিমল গুরুং অশান্তি ছড়ানোর সময় পাহাড়ে উপস্থিত ছিলেন না। ছিলেন বিনয় তামাং। তাহলে বিমল গুরুংকে কেন দায়ী করা হচ্ছে? তৃণমূলের পতাকার তলায় দাঁড়িয়ে রাজনীতি করতে সম্মত হয়েছেন বলেই কি বিনয় তামাংয়ের সাত খুন মাপ! বিনয় তামাংয়ের এই রাজনীতি পাহাড়ের মানুষ ভালো চোখে নেবে না। এর যোগ্য জবাব পাবেন তিনি।'

উল্লেখ্য, বিনয় তামাং সম্প্রতি বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, 'আপনার ক্ষমতা থাকে এবার পাহাড় থেকে জিতে দেখান। এবার পাহাড়ে জামানত জব্দ হবে বিজেপি। পাহাড় থেকে শুধু ভোট নিয়েছে, পাহাড়ের উন্নয়নে কিছুই করেনি। এবার পাহাড়ে গেলে তার যোগ্য জবাব পাবে।' পাহাড়বাসী বিজেপির সাংসদকে 'আপ্যায়ণ' করার জন্য মুখিয়ে রয়েছে বলেও কটাক্ষ করেন তিনি।

এর পরিপ্রেক্ষিতে পাল্টা তোপ দেগে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ''পাহাড়ের উন্নয়নে কেন্দ্র যে ৩০০ কোটি টাকা দিয়েছে, তার কোনও হিসেব নেই। সেই হিসেব আগে দিন জিটিএ চেয়ারম্যান।' সেইসঙ্গে বলেন, 'বিজেপিকে নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনার ভবিষ্যৎ নিয়ে আপনি ভাবুন। তৃণমূলের পতাকার তলায় আছেন বলে, আজ অত কথা ফুটছে আপনার মুখে। অচিরেই আপনার অস্তিত্ব ধুলোর সঙ্গে মিশে যাবে।'

English summary
BJP's state president Dilip Ghosh blames Binoy Tamang is responsible for hill unrest. He gives clean chit to Bimal Gurung.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X