For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখোশধারীদের কুক্ষিগত নির্বাচন কমিশন! তৃণমূলকে সাপের সঙ্গে তুলনা দিলীপের

বিজেপিকে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। সেই কারণেই পঞ্চায়েত ভোটে হারার ভয়ে সাপের মতো ছোবল মারছে বিজেপিকে।

Google Oneindia Bengali News

বিজেপিকে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। সেই কারণেই পঞ্চায়েত ভোটে হারার ভয়ে সাপের মতো ছোবল মারছে বিজেপিকে। বুধবার পঞ্চায়েত ভোটের আগে বেলাগাম সন্ত্রাস প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে সাপের সঙ্গে তুলনা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, ভয় পেলে সাপ যেমন ছোবল মারে, তৃণমূলের অবস্থাও এখন তেমনই।

মুখোশধারীদের কুক্ষিগত নির্বাচন কমিশন! তৃণমূলকে সাপের সঙ্গে তুলনা দিলীপের

[আরও পড়ুন: ই-নোমিনেশনে বেকায়দায় পড়ে জোট বেঁধেছে রাজ্য-কমিশন, সুপ্রিম-খোঁচা সূর্যকান্তের][আরও পড়ুন: ই-নোমিনেশনে বেকায়দায় পড়ে জোট বেঁধেছে রাজ্য-কমিশন, সুপ্রিম-খোঁচা সূর্যকান্তের]

এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, সিপিএম আর কংগ্রেসকে এখন আর সেভাবে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। বিজেপিই এখন তৃণমূলের প্রধান চ্যালঞ্জার। তাই যেভাবেই হোক বিজেপিকে খর্ব করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সন্ত্রাস-হিংসার পরিবেশ সৃষ্টি করে বিজেপিকে দমানোর চেষ্টা চালাচ্ছে।

তিনি এদিন আরও বলেন আদালত সবাইকে ই-মনোনয়নের সুযোগ দিলে ছবিটাই বদলে যাবে রাজ্যের। আরও লক্ষাধিক মনোনয়ন জমা পড়তে পারে। হাইকোর্ট যখন অনলাইন মনোনয়নকে মান্যতা দিয়েছে, তখন সুষ্ঠু ভোটের লক্ষ্যে আর একটু সময় ব্যয় করে সবাইকে সুযোগ দেওয়া উচিত। সুযোগ পেলে ইচ্ছুক সবাই ভোটে লড়ার সুযোগ পাবে। প্রকৃত গণতন্ত্র ফিরবে রাজ্যে।

তিনি অভিযোগ করেন, মুখোশধারীরা নির্বাচন কমিশনকে কুক্ষিগত করে রেখেছে। ফলে হিংসাত্মক ঘটনা আর সন্ত্রাসে ছেয়ে গিয়েছে প্রাক-ভোট পর্ব। মানুষ আতঙ্কিত। এই অবস্থায় মানুষ স্বেচ্ছায় মনোনয়ন পেশ করতে পারেনি। হাইকোর্ট এই বিষয়ে হস্তক্ষেপ করায় তাঁরা এখন ভরসা পাচ্ছেন। উল্লখ্য, মঙ্গলবার সিপিএমের করা একটি মামলায় ই-মনোনয়নে মান্যতা দেন বিচারপতি।

[আরও পড়ুন:সুযোগ দিলে আরও লক্ষাধিক মনোনয়ন! এবার তৃণমূলকে নয়া চ্যালেঞ্জ ছুড়লেন দিলীপ][আরও পড়ুন:সুযোগ দিলে আরও লক্ষাধিক মনোনয়ন! এবার তৃণমূলকে নয়া চ্যালেঞ্জ ছুড়লেন দিলীপ]

English summary
Dilip Ghosh attacks Trinamool Congress and Election Commission on Pancahayt Election. He says that Trinamool Congress bites like snake to BJP workers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X