For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে 'গান্ধী সংকল্প যাত্রা'র ঘোষণা দিলীপ ঘোষের! ৬৫০০ কিমি হাঁটবেন বিজেপির নেতা-কর্মীরা

পুজোর ছুটি কাটিয়ে ২০২১-এর লক্ষে বিজেপির কর্মসূচি ঘোষণা করে দিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ১৫ অক্টোবর থেকে তেড়েফুঁড়ে নেমে পড়তে চলেছে গেরুয়া বাহিনী।

  • |
Google Oneindia Bengali News

পুজোর ছুটি কাটিয়ে ২০২১-এর লক্ষে বিজেপির কর্মসূচি ঘোষণা করে দিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ১৫ অক্টোবর থেকে তেড়েফুঁড়ে নেমে পড়তে চলেছে গেরুয়া বাহিনী। ২৬ অক্টোবর পর্যন্ত চলবে বিজেপির গান্ধী সংকল্প যাত্রা। এই কর্মসূচি পালিত হবে প্রতিটি লোকসভা কেন্দ্রে। অংশ নেবেন স্থানীয় বিজেপি সাংসদ এবং লোকসভা নির্বাচনে প্রার্থীরা।

তৃণমূলের মোকাবিলায় গান্ধী সংকল্প যাত্রা

তৃণমূলের মোকাবিলায় গান্ধী সংকল্প যাত্রা

তৃণমূলের জনসংযোগের মোকাবিলায় এবার বিজেপির সঙ্গী মহাত্মা গান্ধীর নাম। ১৫ অক্টোবর থেকে রাজ্য ব্যাপী তাদের যে কর্মসূচি শুরু হতে চলেছে, তার নাম দেওয়া হয়েছে গান্ধী সংকল্প যাত্রা। ২৬ অক্টোবর পর্যন্ত চলবে সেই যাত্রা। এই ১০ দিনে প্রতি লোকসভা কেন্দ্রে বিজেপি নেতা কর্মীদের হাঁটতে হবে ১৫০ কিমি। বিজেপি সাংসদ, বিধায়করা ছাড়াও কর্মসূচিতে জেলাস্তরের নেতাদের পাশে থাকবেন রাজ্যের নেতারাও।

আসছেন কেন্দ্রীয় বিজেপি নেতারাও

আসছেন কেন্দ্রীয় বিজেপি নেতারাও

গান্ধী সংকল্প যাত্রায় যোগ দিতে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতারাও। তিন কেন্দ্রীয় নেতা আসবেন। আসবেন সত্যরঞ্জন জাটিয়া, মনসুখ মাণ্ডভিয়ার মতো নেতা। অন্যদিকে যে কেন্দ্রে বিজেপি সাংসদ নেই সেই কেন্দ্রে বিভিন্ন নেতা নেত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন ডায়মন্ডহারবার কেন্দ্রে দায়িত্বে থাকবেন সাংসদ রূপা গাঙ্গুলি, যাদবপুর কেন্দ্রে থাকবেন স্বপন দাশগুপ্ত।

সাড়ে ৬৫০০ কিমি হাঁটবেন নেতাকর্মীরা

সাড়ে ৬৫০০ কিমি হাঁটবেন নেতাকর্মীরা

রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, সারা রাজ্যে বিজেপি নেতা কর্মীরা প্রায় ৬৫০০ কিমি হাঁটবেন। প্রতি লোকসভায় ১৫০ কিমি করে। সময় ১০ দিন। দুপুরে কোথায় ভোজন কিংবা বিশ্রাম নেওয়া হবে তা ঠিক করবেন নির্দিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নেতারা। পাশাপাশি প্রতিদিন মিছিল শেষে মিটিং-এরও আয়োজন করা হবে। তবে কোথাও কোথাও তা দুপুরের দিকেও হতে পারে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।

 ১০ দফা দাবিতে পদযাত্রা বিজেপির

১০ দফা দাবিতে পদযাত্রা বিজেপির

বিজেপির তরফে জানানো হয়েছে, প্লাস্টিক বর্জন, রাজনীতিতে স্বচ্ছতা এবং দুর্নীতি মুক্ত রাজনীতির দাবি-সহ ১০ দফা দাবিতে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। সারা দেশেই চলছে এই কর্মসূচি। ২ অক্টোবর থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। ওই দিন বল্লভভাই প্যাটেলের জন্মদিন। তবে পুজোর কারণে পশ্চিমবঙ্গে বিজেপির সেই কর্মসূচি পালন করা হবে ১৫ থেকে ২৬ অক্টোবর।

<strong>[রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত কেশপুর, তৃণমূল কর্মী গুলিবিদ্ধ, গ্রেফতার বিজেপি নেতা]</strong>[রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত কেশপুর, তৃণমূল কর্মী গুলিবিদ্ধ, গ্রেফতার বিজেপি নেতা]

ভোটের মুখে বড়সড় ভাঙন কংগ্রেসে, হেভিওয়েট দুই নেতা যোগদান করলেন বিজেপিতেভোটের মুখে বড়সড় ভাঙন কংগ্রেসে, হেভিওয়েট দুই নেতা যোগদান করলেন বিজেপিতে

English summary
Dilip Ghosh announces their Gandhi Sankalp yatra from 15th October. This yatra will continue for 10 days in every Lok Sabha constituency in the state.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X