‘রাম’-নামে ভরসা নেই! বঙ্গরাজনীতিতে ঘাঁটি গাড়তে এবার ‘কৃষ্ণ’-লীলাকে আশ্রয় দিলীপদের
রামনবমীর পর জন্মাষ্টমীকেও রাজনীতির আঙিনায় নামিয়ে আনতে তৎপর হল বিজেপি। এবার বিজেপি ঘটা করে জন্মাষ্টমী পালন করবে বলে ঘোষণা করে দিলেন। সংঘ এবার জন্মাষ্টমী পালন করবে বলে জানানোর পরই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, বিজেপি এই জন্মাষ্টমী পালনে অংশ নেবে। রামনবমীর সাফল্য থেকেই জন্মাষ্টমী পালনের সিদ্ধান্ত নিচ্ছে বিজেপি।

বিজেপি সিদ্ধান্ত নিয়েছে, জন্মষ্টমীতে দুর্গাবাহিনী নামানো হবে। রামনবমীর ঢঙেই মিছিল হবে। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধেই গর্জে উঠেছে বাংলার সাংস্কৃতিক মহল। বাংলার রাজনীতিতে সমালোচনা শুরু হয়েছে। ফের সেই ধর্মীয় বিভাজনের ভিত্তিতে রাজনীতি বাংলার সমাজকে কলুষিত করবে। ধর্মীয় রীতিনীতিকে রাস্তায় নামিয়ে রাজনৈতিক স্বার্থ কায়েম করার চেষ্টা চলছে আবার।
রাজনৈতিক মহলের একাংশের মত, বিজেপি দুর্গাবাহিনী নামালেই তৃণমূল তার বাহিনী নামাবে। ফলে ফের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। রামনবমীর পর জন্মাষ্টমীর মতো পবিত্র উৎসব কালিমালিপ্ত হবে। আর বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করা হচ্ছে বাংলায়। অশান্তি করে রাজনীতির আঙিনায় প্রভাব বিস্তার করতে চাইছে বিজেপি।
[আরও পড়ুন: মুকুলের সঙ্গ ছেড়ে 'ঘর'-এ ফিরছেন ওঁরা, বিজেপিতে ভাঙন ধরিয়ে 'উল্লাস' বিধায়কের]
এতদিন রাম নামে রাজনীতিতে পসার বৃদ্ধি করেছে বিজেপি। রাম নামে যে তাঁরা সফল হয়েছে, সেকথা অনস্বীকার্য। কিন্তু বাংলায় শুধু রাম নামে ফায়দা তুলতে পারছেন না দিলীপ ঘোষ-রা। তাই এবার রাম নামের সঙ্গে কৃষ্ণ-লীলাকেও পাথেয় করতে চাইছেন বাংলার রাজনীতিতে প্রভাব বাড়াতে। তাই রামনবমী, হনুমান জয়ন্তীর পর এবার জন্মাষ্টমীকেও ধর্মীয় বাঁধন ছাড়িয়ে রাজনীতিতে রং লাগিয়ে কলুষিত করা হচ্ছে।
[আরও পড়ুন:দিনদুপুরে গ্যাং-ওয়ারে শহর কলকাতায় গুলিবিদ্ধ, দুই দুষ্কৃতীদলের লড়াইয়ে উত্তপ্ত এলাকা ]