For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদি ভক্ত হাওড়ার গৌতমের টোটো যেন ডিজিটাল ইন্ডিয়ার প্রতীক

অবনি শপিং মল থেকে ওপার ফরশার রোড টোটো চালান হাওড়ার বাসিন্দা গৌতম রায়। ছোট্ট এই টোটোই আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে হাওড়ার বাসিন্দাদের।

  • |
Google Oneindia Bengali News

অবনি শপিং মল থেকে ওপার ফরশার রোড টোটো চালান হাওড়ার বাসিন্দা গৌতম রায়। ছোট্ট এই টোটোই আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে হাওড়ার বাসিন্দাদের। সকলেই তাঁর টোটোয় সফর করতে চান। আর চাইবেন ই বা না কেন। গৌতমের টোটো তো ছোট্ট ডিজিটাল ইন্ডিয়া। কুলারের ঠান্ডা হাওয়া থেকে শুরু করে ফ্রি ওয়াইফাই সব বন্দোবন্ত রয়েছে।

মোদি ভক্ত হাওড়ার গৌতমের টোটো যেন ডিজিটাল ইন্ডিয়ার প্রতীক

মোদীর ডিজিটাল ইন্ডিয়াক অনুপ্রেরণাতেই এই ভাবনা চিন্তা শুরু করেছিলেন শিবপুরের গৌতম রায়। টোটোর যাত্রীদের সাচ্ছন্দের কথা মাথায় রেখেই নিজেই তৈরি করে ফেলেছেন কুলার। প্রচণ্ড গরমে যাতে তাঁদের কষ্ট না হয় সেকারণেই এই উদ্যোগ বলে জানিয়েছেন গৌতম রায়। ২ ভোল্টের ব্যাটারিতে চলে এই কুলার। অন্যদিেক যাত্রী পরিষেবায় রয়েছে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা। যাত্রাপথের একঘেয়েমি কাটে এই সুবিধাতে। হোয়াটসআপ ফেসবুকের মাধ্যমে সময় কাটিয়ে নিতে পারে যাত্রীরা। অনেক সময় পেটিএমে ভাড়া দেওয়ার সময় ইন্টারনেট না থাকার জন্য সমস্যাতে পড়েন যাত্রীরা। তাই এই ওয়াই ফাই তাদের সাহায্য করে ভাড়া মেটাতে।

এছাড়াও যাত্রীদের মনোরঞ্জনের জন্য টোটোতে রয়েছে ছোট্ট একটি টিভি। গৌরব জানিয়েছেন টোটো তে বসে অনেক মহিলা যাত্রী বাড়ি পৌঁছনোর জন্য তাড়া দেন। যাতে টিভি সিরিয়াল মিস হয়ে যাবে। যাতে তাদের পছন্দের সিরিয়াল মিস না হয়ে যায় সেকারণেই এই টিভির বন্দোবস্ত। কিন্তু ভাড়া রয়েছে সেই একই। পরিষেবার জন্য কোনও বর্ধিত ভাড়া দেওয়া হয় না।

English summary
Digital Toto in Howrah inspired byModi's Digital India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X