For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে যাচ্ছেন, এবার এই জিনিসগুলি নিতে ভুলবেন না

সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নথিভুক্তি সময় কম করতে এবং ভিড় কমাতে নতুন পদক্ষেপ রাজ্য সরকারের। ১৫ জানুয়ারি থেকে সরকারি হাসপাতালে নাম নথিভুক্তি সময় প্রয়োজন হবে ডিজিট্যাল রেশন কার্ড এবং মোবাইল নম্বর

  • |
Google Oneindia Bengali News

সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নথিভুক্তি সময় কম করতে এবং ভিড় কমাতে নতুন পদক্ষেপ রাজ্য সরকারের। ১৫ জানুয়ারি থেকে সরকারি হাসপাতালে নাম নথিভুক্তি সময় প্রয়োজন হবে ডিজিট্যাল রেশন কার্ড এবং মোবাইল নম্বর। নথিভুক্তির পর রোগীকে দেওয়া হবে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর। পরবর্তী সময়ে সেই নম্বর দেখালে নথিভুক্তির সময় কম লাগবে।

চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে যাচ্ছেন, এবার এই জিনিসগুলি নিতে ভুলবেন না

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আপাতত মেডিক্যাল কলেজগুলিতে এই ব্যবস্থা চালু করা হচ্ছে। পরবর্তী সময়ে তা জেলা হাসপাতালগুলিতেও চালু করা হবে।

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, মেডিক্যাল কলেজগুলি থেকে জেলা হাসপাতাল, সাত-সকালেই রোগীদের ভিড় আছড়ে পড়ে। নির্দিষ্ট বিভাগের আউটডোরে চিকিৎসার জন্য দু টাকার টিকিট কাটতে হয়। তবে যেকোনও বিভাগে চিকিৎসারক্ষেত্রেই হাসপাতালের কাউন্টারের সামনে খুব ভিড় থাকে। টিকিট করতে গেলে রোগী কিংবা রোগীর পরিবারকে নাম, বয়স, ঠিকানা জানাতে হয়। এরপরেই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে টিকিট দেন সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী। এই প্রক্রিয়ায় সময় লেগে যায়। ফলে কাউন্টারের সামনে ভিড়ও বাড়তে থাকে। সেই পরিস্থিতির মোকাবিলায় মোবাইল নম্বর কিংবা ডিজিট্যাল রেশন কার্ডের ব্যবহার করতে চায় স্বাস্থ্য দফতর।

চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে যাচ্ছেন, এবার এই জিনিসগুলি নিতে ভুলবেন না

ডিজিট্যাল রেশন কার্ডে বারকোড কিংবা কিউআর কোডে নির্দিষ্ট ব্যক্তির নাম, পরিবারের সদস্যদের নাম, ঠিকানার উল্লেখ থাকে। তা স্ক্যান করে নির্দিষ্ট রোগীর জন্য প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবে স্বাস্থ্য দফতর। কাউন্টার ফোন নম্বর কিংবা ডিজিট্যাল রেশন কার্ড দেখালে টিকিটের ওপর একটি ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর দিয়ে দেওয়া হবে। পরবর্তী সময়ে হাসপাতালে রেজিস্ট্রেশনের সময় অনেক কম সময় লাগবে। এমনটাই মনে করছেন স্বাস্থ্য দফতরের কর্তারা।

English summary
Digital ration card phone number is necessary for registration in Govt Hospitals outdoor
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X