For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপ্রিম কোর্টের পরোয়ানা নিয়ে বিচারপতি কারনানের বাড়িতে ডিজি-সিপি

সুপ্রিম কোর্টের জারি করা জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা কলকাতা হাইকোর্টের বিচারপতি সি এস কারনানের হাতে তুলে দিলেন রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশ কমিশনার।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৭ মার্চ : সুপ্রিম কোর্টের জারি করা জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা কলকাতা হাইকোর্টের বিচারপতি সি এস কারনানের হাতে তুলে দিলেন রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশ কমিশনার। শুক্রবার সুপ্রিম কোর্টের রায় কার্যকর করার আর্জি নিয়ে কারনানের বাড়িতে যান রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর পুরকায়স্থ ও কলকাতার নগরপাল রাজীব কুমার।[নিজের নামে পরোয়ানা নিজেই খারিজ করে বিচারপতি কারনানের সুপ্রিম চ্যালেঞ্জ]

বিচারপতি কারনানের নিউটাউনের বাড়িতে উপস্থিত হয়ে গ্রেফতারি পরোয়ানা তুলে দেওয়া হয়। ওই পরোয়ানায় ৩১ মার্চ তাঁকে সুপ্রিম কোর্টে হাজিরা দিতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের পরোয়ানা নিয়ে বিচারপতি কারনানের বাড়িতে ডিজি-সিপি

গত ১০ মার্চ সুপ্রিম কোর্ট জামিন যোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে বিচারপতি সি এস কারনানের বিরুদ্ধে। আদালত অবমাননার অভিযোগে তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। বিচারপতি কারনান সেই পরোয়ানা অমান্য করে সাফ জানিয়ে দেন তিনি সুপ্রিম কোর্টে হাজিরা দেবেন না। প্রয়োজনে বাড়িতেই কোর্ট বসিয়ে তিনি সিবিআই-এর হাতে তদন্তভার তুলে দেবেন।

আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্ট বিচারপতি কারনানকে তলব করে। তাঁকে সরিয়ে দেওয়া হয় বিচার ও প্রশাসনিক কাজ থেকে। এই তলবকে কেন্দ্র করে শীর্ষ আদালতের রেজিস্ট্রার জেনারেলকে চিঠি লিখে তোপ দাগের বিচারপতি চিন্নাস্বামী স্বামীনাথন কারনান। দলিত বলেই তাঁকে নিশানা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি।

English summary
DG and CP went to Justice Karnan's house with Supreme Court warrant.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X