শেক্সপিয়র সরণির বহুতলে বিধ্বংসী আগুন! সরানো হয়েছে আবাসিকদের
শেক্সপিয়র সরণির বহুতলে আগুন। সকাল সাতটা নাগাদ নিরাপত্তারক্ষীরা প্রথমে ধোঁয়া দেখতে পান। দমকলের খবর যায়। জানা গিয়েছে সাততলার বহুতলের তিনতলায় থাকা একটি বন্ধ রেস্তোরাঁয় আগুন লাগে। আগুন লাগার কারণ স্পষ্ট না হলেও, শর্টসার্কিট থেকে আগুন বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। ফাঁকা করে দেওয়া হয়েছে বহুতলটি।

৪০ নম্বর শেক্সসপিয়র সরণি। বহুতলটি মূলত বাণিজ্যিক ভবন হিসেবেই পরিচিত। বহুতলে একাধিক রেস্তোরাঁ ছাড়াও, কাপড়ের শোরুমও রয়েছে। সকাল সাতটা নাগাদ তিনতলায় থাকা বন্ধ রেস্তোরাঁ থেকে ধোঁয়া বেরোতে দেখেন নিরাপত্তারক্ষীরা। তাঁরাই খবর দেন দমকলে। সঙ্গে সঙ্গে দমকলের ৩ টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
সকালেই ছয়তলায় অপর একটি রেস্তোরাঁয় কাজ চলছিল। সেইসময় বহুতলটি ফাঁকা করে দেওয়ার নির্দেশ যায়। সাই নেমে আসেন। কালো ধোঁয়ায় ঢেকে যায় বহুতলটি। বহুতলের অন্যতলের কাঁচ ভেঙে ধোঁয়া বের করার চেষ্টা করতে থাকেন দমকলকর্মীরা।
প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্টসার্কিটের ফলে আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।