সেক্টর ফাইভে বিধ্বংসী আগুন! ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন
সল্টলেকের সেক্টর ফাইভের বহুতলে বিধ্বংসী আগুন। সূত্রের খবর অনুযায়ী এদিন ভোর ৫ টা নাগাদ ডিএন ৩০ বিল্ডিং-এ আগুন লেগে যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় দমকলের একের পর এক ইঞ্জিন। বহুতলের চারতলার কলসেন্টার থেকে আগুন ছড়ায় বলে জানা গিয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছে দমকল।

এইবছরের শুরুতে সল্টলেকের এসডিএফ বিল্ডিং-এ আগুন লেগেছিল। সেই সময় ওই বিল্ডিং-এর আগুন সুরক্ষা ব্যবস্থা আদৌ ঠিক ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কেননা আগুনের জেরে ধোঁয়া বের হওয়ার পর স্মোক ডিটেক্টর কাজ করেনি বলে অভিযোগ উঠেছিল।
এই বছরেরই এপ্রিলে ভয়াবহ আগুন লেগেছিল সেক্টর ফাইভের গ্লোবসিন বিল্ডিং-এ। কাঁচ দিয়ে ঘেরা বহুতলে আগুন নেভাতে বেগ পেতে হয়েছিল দনকলকর্মীদের।
তবে এদিন সেক্টর ফাইভের কলসেন্টারে কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল। সেখানে পর্যাপ্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।