For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ত্রিপুরায় ধৃত ২৪ আইএসআই চরের কলকাতা-যোগ! গোপন মডিউলের তদন্তে গোয়েন্দারা

ত্রিপুরায় ধৃত আইএসআই চরের কলকাতা-যোগ মিলেছে গোয়েন্দাদের জেরায়। তা নিয়েই তটস্থ লালবাজারের গোয়েন্দারা। গোয়েন্দাদের এখন চিন্তা, তাহলে কি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই গোপনে মডিউল তৈরি করেছে কলকাতায়।

Google Oneindia Bengali News

ত্রিপুরায় ধৃত আইএসআই চরের কলকাতা-যোগ মিলেছে গোয়েন্দাদের জেরায়। তা নিয়েই তটস্থ লালবাজারের গোয়েন্দারা। গোয়েন্দাদের এখন চিন্তা, তাহলে কি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই গোপনে মডিউল তৈরি করেছে কলকাতায়। সিআইডি এখন তাই জানার চেষ্টা করেছে আইএসআই-এর কলকাতা যোগের। কলকাতার কারা তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তাও জানতে চান গোয়েন্দারা।

ত্রিপুরায় ধৃত ২৪ আইএসআই চরের কলকাতা-যোগ! গোপন মডিউলের তদন্তে গোয়েন্দারা

বছর দুয়েক আগেই কলকাতা থেকে আইএসআই-এর একাধিক মডিউল ধুলিসাৎ করে দিয়েছিলেন লালবাজারের গোয়ান্দারা। ত্রিপুরায় আইএসআই চর ধরার পড়ার পর তাঁকে জেরা করে এমন কিছু আভাস মিলেছে, যাতে কলকাতার কিছু যোগসূত্র উঠে এসেছে আবারও। গোয়েন্দারা মনে করছে, আইএসআই বাংলাদেশ থেকে চোরাপথে সীমান্ত পেরিয়ে উত্তর ২৪ পরগনা জেলা হয়ে কলকাতায় ঘাঁটি গাড়তেই পারে। সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

সিআইডি জানিয়েছে, ত্রিপুরার আগরতলা স্টেশনের কাছ থেকে ২৪ জন বাংলাদেশি যুবক ধরা পড়ে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দামি অ্যানড্রয়েড মোবাইল। সেই মোবাইলের সূত্র ধরেই গোয়েন্দারা জানতে পারে ধৃত যুবকদের সঙ্গে আইএসআই-এর যোগাযোগ রয়েছে। তাদের যেমন পাকিস্তানের সঙ্গে যোগাযোগের কথা জানতে পারা যায় মোবাইল থেকে, একইভাবে কাশ্মীরের সঙ্গে যোগাযোগের ব্যাপারেও নিশ্চিত হন গোয়েন্দা আধিকারিকরা।

গোয়েন্দারা ধৃতদের জেরা করে জানতে পেরেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত পেরিয়ে এই রাজ্যে প্রবেশ করে তারা। পেট্রাপোল হয়ে বনগাঁ স্টেশন হয়ে ট্রেনপথে উত্তরপ্রদেশ রওনা দেয়। সেখানে একটি ডেরায় বেশ কিছুদিন কাটিয়ে তারা ত্রিপুরায় আসে। তারা নিজেদের ছাত্র বলে পরিচয় দিয়েছিল। ত্রিপুরায় ধৃতদের কাছে থেকে জাল পরিচয়পত্র পাওয়ার পর গোয়েন্দারা এখন জানার চেষ্টা করছেন, তাঁদের উত্তরপ্রদেশ যাওয়ার জন্য কাদের সাহায্য নিয়েছিল।

English summary
Detectives are found Kolkat’s ISI link after arrest of 24 ISI agents in Tripura. 24 young man are arrested at Tripura.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X