For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বনধের শহরে ট্যাক্সি-ভ্রমণে ফেসবুক লাইভ, আধার-ফলায় ২০১৯-এ বিজেপি ফিনিশের বার্তা

বিজেপির বনধের দিন শহর কলকাতায় ট্যাক্সি ভ্রমণে ফেসবুক লাইভ করে অভিনব প্রচারে নামলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন।

  • |
Google Oneindia Bengali News

বিজেপির বনধের দিন শহর কলকাতায় ট্যাক্সি ভ্রমণে ফেসবুক লাইভ করে অভিনব প্রচারে নামলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন। জোড়া ফলায় বিজেপিকে বিঁধে তিনি স্পষ্ট বার্তা দিলেন, ২০১৯-এ মোদী ফিনিশ হচ্ছেনই। ফেসবুক লাইভে তিনি বলেন রাজনৈতিকভাবে বিজেপি যে শেষ, তার প্রমাণ বুধবারের জোড়া ধাক্কা।

বনধের শহরে ট্যাক্সি-ভ্রমণে ফেসবুক লাইভ, আধার-ফলায় ২০১৯-এ বিজেপি ফিনিশের বার্তা

ডেরেকের দাবি, একদিকে আধার নিয়ে যেমন সুপ্রিম-ধাক্কা খেল বিজেপি, তেমনই বাংলা বনধ হল ফ্লপ শো। কলকাতার রাস্তায় ঘুরে তিনি ট্রাফিক দেখালেন চোখে আঙুল দিয়ে। আর আধার নিয়ে সমানে বিজেপির সমালোচনা করে গেলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ই যে ঠিক, তা এতদিন পরে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

ডেরেক বলেন, প্রথম দিন থেকেই আধার নিয়ে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতামত ছিল স্পষ্ট, দৃঢ় এবং সুবিদিত। সংসদের ভেতরে ও বাইরে এই ইস্যুতে মুখর হয়েছে দল। তৃণমূলের দাবি যে সংগত ছিল, তা আজ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত আধার নিয়ে মুখ্যত তৃণমূলের দাবিকেই সিলমোহর দিল।

তাঁর কথায়, আধার অ্যাক্ট, ২০১৬-র সেকশন ৫৭ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এর মানে, আপনার আধার কার্ড ব্যাঙ্ক, স্কুল, মোবাইল ফোনের কোম্পানিগুলিকে দিতে আপনি বাধ্য নন। তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য অনেক আন্দোলন করেছে। সেই আন্দোলন আজ মান্যতা পেল। প্রমাণ হয়ে গেল আধার একটি ভ্রান্ত প্রক্রিয়া।

একথা প্রথম বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে খিল্লি করেছিলেন, সমালোচনা করেছিলেন তৃণমূলের। বুধবার সুপ্রিম কোর্টে রায় জানিয়ে দিল দিদি ঠিক। সেইসঙ্গে আরও একবার প্রমাণ হয়ে গেল বাংলা আজ যা ভাবে, গোটা দেশ কাল সেটা ভাবে।

[আরও পড়ুন: Live Bangla Bandh- মালদা ও ইসলামপুরে বনধ সমর্থকদের তাণ্ডব, বাতিল ৪৬টি লোকাল ট্রেন][আরও পড়ুন: Live Bangla Bandh- মালদা ও ইসলামপুরে বনধ সমর্থকদের তাণ্ডব, বাতিল ৪৬টি লোকাল ট্রেন]

[আরও পড়ুন:বনধে বেহাল বিমানবন্দর, ভিডিও-য় দেখুন সেই চিত্র, শুনুন পরিষেবার হালহকিকৎ ][আরও পড়ুন:বনধে বেহাল বিমানবন্দর, ভিডিও-য় দেখুন সেই চিত্র, শুনুন পরিষেবার হালহকিকৎ ]

আধার নিয়ে ফেসবুক লাইভের মাঝেই কলকাতার রাস্তাঘাটের চিত্র তুলে ধরে ডেরেক দেখিয়ে দিয়েছেন বিজেপির বনধ প্রভাব ফেলেনি আদৌ। একেবারে স্বাভাবিক চিত্র ধরা পড়েছে শহর কলকাতার। শহর কলকাতার ব্যস্ততা ট্রাফিক দেখিয়ে বারবার ডেরেক বুঝিয়েছেন দুই রাজধানীতেই বিজেপি কাত হয়ে গিয়েছে। ২০১৯-এ বিজেপি এইভাবেই ফিনিশ হয়ে যাবে।

[আরও পড়ুন:বনধে মমতার সরকারের ওপর প্রভাব কতটা! সবার আগে জানালেন মুকুল রায় ][আরও পড়ুন:বনধে মমতার সরকারের ওপর প্রভাব কতটা! সবার আগে জানালেন মুকুল রায় ]

English summary
TMC MP Derek O’Brien gives message of Modi’s fall on two blows of Aadhaar and Strike. He says BJP’s strike is a flop show and Aadhar is not allow by Supreme Court,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X