For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অতি গভীর নিম্নচাপের জের! গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা

মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বৃহস্পতিবার রাতের মধ্যেই যা অন্ধ্র ও ওড়িশা উপকূল অতিক্রম করবে বলে অনুমান।

  • |
Google Oneindia Bengali News

মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বৃহস্পতিবার রাতের মধ্যেই যা অন্ধ্র ও ওড়িশা উপকূল অতিক্রম করবে বলে অনুমান। আস্তে আস্তে যা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। তবে ঘূর্ণিঝড়ের সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গের ওপর পড়বে না বলেই অনুমান আবহাওয়া দফতরের। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

গভীর নিম্নচাপ এগোচ্ছে ওড়িশা-অন্ধ্রের দিকে

গভীর নিম্নচাপ এগোচ্ছে ওড়িশা-অন্ধ্রের দিকে

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘন্টায় ১৫ কিমি বেগে এগোচ্ছে পশ্চিম দিকে। যা এদিন সকাল নাগাদ অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম থেকে ৩১০ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্ব এবং ওড়িশার গোপালপুর থেকে ৩০০ কিমি পূর্ব-দক্ষিণ-পূর্বে অবস্থিত ছিল। বৃহস্পতিবার মধ্যরাতে যা পুরী, কলিঙ্গপত্তনম এবং গোপালপুর অতিক্রম করবে বলে অনুমান আবহাওয়া দফতরের। ২০ সেপ্টেম্বরে যা ঘূর্ণঝড়ে রূপন্তরিত হবে। যার ফলে ৬০-৭০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

পশ্চিমবঙ্গের ওপর সরাসরি প্রভাব নেই

পশ্চিমবঙ্গের ওপর সরাসরি প্রভাব নেই

নিম্নচাপ ওড়িশা কিংবা অন্ধ্রে প্রভাব ফেললেও, পশ্চিমবঙ্গের ওপর তা সরাসরি কোনও প্রভাব ফেলবে না বলেই অনুমান আবহাওয়া দফতরের।

পূর্বাভাস ও সতর্কবার্তা

পূর্বাভাস ও সতর্কবার্তা

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় ২০ ও ২১ সেপ্টেম্বর বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
২০ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির (৭-১১ সেমি) পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসঙ্গে জেলাগুলিতে আবহাওয়া দফতরের তরফে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পরের দিন অর্থাৎ শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির (৭-১১ সেমি) পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসঙ্গে জেলাগুলিতে আবহাওয়া দফতরের তরফে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

ঝড়ের পূর্বাভাস, বন্দরে সতর্কবার্তা

ঝড়ের পূর্বাভাস, বন্দরে সতর্কবার্তা

পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে প্রায় ৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃহস্পতিবার বিকেল থেকে পরবর্তী ১৮ ঘন্টার মধ্যে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এইসব জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে। হুগলি বন্দর ও সাগরে তিন নম্বর সিগন্যাল দেখাতে বা হয়েছে।

মৎস্যজীবী ও পর্যটকদের জন্য সতর্কবার্তা

মৎস্যজীবী ও পর্যটকদের জন্য সতর্কবার্তা

নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। ফলে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের শুক্রবার বিকেল পর্যন্ত সমুদ্রে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, দিঘা ও অন্যয় উপকূলগুলিতে পর্যটকদের সমুদ্রে না নামতে পরামর্শ দেওয়া হয়েছে শুক্রবার বিকেল পর্যন্ত।

English summary
Depression intensified into Deep Depression over west central Bay of Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X