For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এসএফআই বিরোধী জোটেই ছাত্র সংসদ ভোটে লড়াইয়ে বার্তা যাদবপুরের পড়ুয়াদের

  • |
Google Oneindia Bengali News

সদ্য নবীনবরণের পর ঘটা খাদ্য কেলেঙ্কারি হোক বা ক্যাম্পাসে একাধিক যৌন হেনস্থার ঘটনা, একের পর এক ঘটনায় নাম জড়িয়েছে বর্তমানে যাদবপুরের শাসক দল এসএফআইয়ের বিরুদ্ধে। এদিকে প্রায় তিন বছর পর ছাত্র সংসদ ভোট হতে চলেছে যাদবপুরে। তা নিয়েই ক্রমেই পারদ চড়ছে গোটা ক্যাম্পাস জুড়ে।

যাদবপুরের নির্বাচনী লড়াইয়ে এবার গণতান্ত্রিক ছাত্র ঐক্য, চাপে এসএফআই


এমতাবস্থায় এবার 'ফ্যাসিস্ট বিরোধী’ জোট বা ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অ্যালায়েন্স বা ডিএসএ-র পক্ষে নামতে চলেছে যাদবপুরের পড়ুয়ারা। সূত্রের খবর, এসএফআই, তৃণমূল ছাত্র পরিষদ, ছাত্র পরিষদ ও এবিভিপিকে বাদ দিয়ে একটি যৌথ মঞ্চ করে তোলার ডাক দেওয়া হয় ফোরম ফর আর্টস স্টুডেন্টস বা ফ্যাসের পক্ষ থেকে।

প্রাথমিক ভাবে এই ছাত্র সংগঠন আইসা শুরুতেই জানিয়ে দেয় তারা এই জোটে থাকছে না। অন্যদিকে সোমবার এই বিষয়ে দীর্ঘক্ষণ নকশাল পন্থী ছাত্র সংগঠন আরএসএফ ও সদ্য এসএফআই ত্যাগী ৩১ জন পড়ুয়া ও সাধারণ ছাত্রীদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা চলে। যদিও ডিএসএ-র বামপন্থী ভাবাদর্শ ও কার্যপ্রণালী নিয়ে সোমবারের মিটিংয়ে কোনও সমাধান সূত্র না বেরোলে মঙ্গলবার দীর্ঘক্ষণ বৈঠক হয়।

এদিকে ইতিমধ্যে ডিএসএ ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা জানাতে দেখা গেছে আরএসএফকে। গোপন সূত্রে খবর, ইতিমধ্যে আইসার সঙ্গে এসএফআই ত্যাগী পড়ুয়া ও আরএসএফের মঙ্গলবার জোটের প্রসঙ্গে অপর একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। তারপরই তারা এবারের ভোটে যৌথ ভাবে লড়াইয়ের কথা জানাবেন বলে শোনা যাচ্ছে।

এদিকে বৃহষ্পতিবারই ভোটের মনোনয়ন জমার শেষ দিন বলেও জানা যাচ্ছে। ভোটাভুটি হবে ১৯শে ফেব্রুয়ারি। এবারের ভোটে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি ইতিমধ্যেই প্রথমবার সরাসরি যাদবপুরের ভোটে লড়ার কথা জানিয়েছে বলে জানা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ও কলা বিভাগের মূল আসনগুলির প্রত্যেকটিতেই প্রার্থী দিতে চলেছে এই দল।

English summary
SFI under pressure after the dicision of democratic student alliance will now fight in election battle of Jadavpur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X