For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতার রাস্তায় যেন 'নকশি-কাঁথার' মাঠ, টুইটারে আলোড়ন

দক্ষিণ কলকাতার সমাজসেবী সংঘের আলপনায় এখন বুঁদ সোশ্যাল মিডিয়া। টুইটারে ছয়লাপ হয়ে গিয়েছে রাস্তা জুড়ে আঁকা আলপনার ছবি।

Google Oneindia Bengali News

কলকাতার দুর্গাপুজোয় দক্ষিণের সমাজসেবী সংঘ প্রত্যেকবারই নজর টানে। মূলত মহিলা ব্রিগেড দ্বারা পরিচালিত এই পুজো কমিটি কয়েক বছর আগে সিঁদূরের কৌটার আদলে মণ্ডপ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিল। বহুবছর ধরে দুর্গাপুজোর সংস্কৃতি আর কৃষ্টিতে এই পুজোকমিটি বিশেষভাবে প্রশংসিত হয়ে আসছে। সমাজসেবীর ঝুলিতে রয়েছে একাধিক শারদ সম্মানও। এবার কয়েক কিলোমিটার রাস্তা জুড়ে আলপনা এঁকে তাক লাগিয়ে দিয়েছে সমাজসেবী। আর সেই ছবি এখন ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

কলকাতার রাস্তায় যেন 'নকশি-কাঁথার' মাঠ, টুইটারে আলোড়ন

৩০০-রও বেশি শিল্পী এই আলপনা অঙ্কনে অংশ নেন। প্রজাপতি থেকে ফুল কিছুই বাদ যায়নি এই আলপনা অঙ্কনে। সন্দেহ নেই সমাজসেবীর এই আলপনা অঙ্কন তাদের পুজোয় এক বাড়তি মাত্রা যোগ করেছে। এক অসামান্য দৃশ্যকল্পও তৈরি হয়েছে এই আলপনার সুবাদে।

English summary
SamajSebi Sangha, the one of the popular Durga Puja Committee has created lots of atrraction with their inovative idea. They have decorated the more than one kilometer road with colours and febric.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X