For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শহরে বাম শরিকের দফতরে পচা-গলা দেহ! উঠছে নানা প্রশ্ন

শহর কলকাতা থেকে পচাগলা দেহ উদ্ধার। তবে ঘটনাস্থলের কথা জানলে অবাক হবেন। কলকাতায় ফরওয়ার্ড ব্লকে সদর দফতর থেকে দেহ উদ্ধার করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

শহর কলকাতা থেকে পচাগলা দেহ উদ্ধার। তবে ঘটনাস্থলের কথা জানলে অবাক হতে পারেন। কলকাতায় ফরওয়ার্ড ব্লকে সদর দফতর থেকে দেহ উদ্ধার করা হয়েছে। রাজনৈতিকদলের দফতরে দেহ পচে গেল অথচ কেউ কেন কোনও কিছুর টের পেলেন না, তা নিয়ে প্রশ্ন উঠছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

শহরে বাম শরিকের দফতরে পচা-গলা দেহ! উঠছে নানা প্রশ্ন

সেন্ট্রাল এভিনিউতে ফরওয়ার্ডব্লকের সদর দফতর। দল ক্ষমতায় থাকার সময় অফিসে সব সময় ভিড় লেগেই থাকত। তবে ক্ষমতা চলে যাওয়া পর কিংবা একাধিক নেতা শাসক দলে চলে যাওয়ার পরও দফতর খোলা হয়। বেশ কয়েকজন হাজির থাকেন প্রায় প্রতিদিনই। দফতর পরিষ্কারের লোকজনও রয়েছে।

দিন চার-পাঁচ ধরে পচা গন্ধ আসলেও, খুব একটা নজর করা হয় ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে। ইঁদুর-কিংবা ছুঁচো মরে থাকতে পারে অনুমান করেছিলেন তারা।

রবিবার হওয়ায় দফতর পরিষ্কারের কাজ চলছিল। অফিসের পিছনে থাকা গুদাম ঘরের পিছনের দরজা খোলা হয় এদিন। তখনই চমকে ওঠেন সবাই। সরু প্যাসেজের মধ্যে পড়ে রয়েছে পচা গলা দেহ। সরু প্যাসাজের পরেই রয়েছে প্রায় কুড়ি ফুটের উঁচু দেওয়াল। দেহটিতে এতটাই পচন ধরেছে, মুখে চামড়া পর্যন্ত নেই। এই খবর দেওয়া হয় ফরওয়ার্ড ব্লক নেতৃত্বকে। তাঁরা অফিসে গিয়ে বৌবাজার থানায় খবর দেন। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

ঘটনাস্থল পরিদর্শন করেন ডিসি সেন্ট্রাল। মৃত্যুর সম্ভাব্য কারণ নিয়ে অনুসন্ধান করেন তিনি। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

একটি সূত্রের অনুমান, উঁচু দেওয়াল থেকে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে। তবে ছয় থেকে সাতদিনে কেউই কেন কিছু টের পেলেন না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

English summary
Decomposed Body recovered from Forward Block office at Central Avenue in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X