For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভুয়ো ভ্যাকসিন আসলে কী? ড্রাগ কন্ট্রোলারের কাছে যাচ্ছে দেবাঞ্জনের জাল টিকার নমুনা

ভুয়ো ভ্যাকসিন আসলে কী? ড্রাগ কন্ট্রোলারের কাছে যাচ্ছে দেবাঞ্জনের জাল টিকার নমুনা

Google Oneindia Bengali News

করোনার ভুয়ো টিটাকরণ ক্যাম্পে যে ভুয়ো টিকাগুলি উদ্ধার হয়েছে সেগুলি পরীক্ষার জন্য ড্রাগ কন্ট্রোলারের কাছে পাঠানো হল। টেক্সিকোলজি বিশেষজ্ঞরা সেই নমুনা পরীক্ষা করে দেখবেন জলের সঙ্গে কোন পাউডার মিশিয়ে ইনজেকশন তৈরি করা হয়েছিল। গতকালই কসবার ভুয়ো টিকাকরণ ক্যাম্প থেকে বেশ কিছু ভায়াল এবং নকল স্যানিটাইজার উদ্ধার করে নিয়ে গিয়েছে কলকাতা পুলিশ। সেগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কলকাতা পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে ভুয়ো টিকা দেওয়া হয়েছে সেই ক্যাম্পে।

কসবায় ভুয়ো টিকাকরণ ক্যাম্প

কসবায় ভুয়ো টিকাকরণ ক্যাম্প

হইচই ফেলে দিয়েছে কসবার ভুয়ো টিকাকরণ ক্যাম্প। গত কয়েকদিন ধরেই এই ঘটনা নিয়ে তোলপাড় চলছে রাজ্যে। এই টিকা ক্যাম্প যিনি পরিচালনা করেছিলেন সেই ভুয়ো আইএএস অফিসার দেবাঞ্জন দেবকে গ্রেফতার করেছে পুলিশ। এই ভুয়ো টিকাকরণ ক্যাম্পে টিকা নিয়েছেন টিকা নিয়েছিলেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি রেজিস্ট্রেশনের ম্যাসেজ না পেয়ে প্রথমে ফোন করেছিলেন পুরসভায়। তারপরেই ফাঁস হয় দেবাঞ্জনের ভুয়ো টিকাকরণের কাণ্ড।

 ভুয়ো টিকা প্রদান

ভুয়ো টিকা প্রদান

দেবাঞ্জন ভুটো টিকা করণ ক্যাম্পে ভুটো িটকা দিয়েছিলেন। কসবায় তাঁর অফিসে তল্লাশি চালিয়ে বেশ কিছু ভায়াল উদ্ধার করেছে পুলিশ। সেই ভায়াল গুলির মধ্যে ম্যানুফ্যাকচারিং এবং এক্সপায়ারি ডেট কিছু ছিল না। কোভ্যাক্সিন বা কোভিশিল্ডের ভায়াল সেগুলি নয়। ফরেন্সি দল সেগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে। পুরসভার পক্ষ থেকে দাবি করা হয়েছে করোনা টিকা সেখানে দেওয়া হয়নি। পাউডারের সঙ্গে জল মিশিয়ে ইনজেকশ তৈরি করে দেওয়া হয়েছে।

 ড্রাগ কন্ট্রোলারের কাছে যাচ্ছে নমুনা

ড্রাগ কন্ট্রোলারের কাছে যাচ্ছে নমুনা

জলের সঙ্গে কী পাউাডার মিশিয়ে টিকা হিসেবে দেওয়া হয়েছে তা জানতে দেবাঞ্জনের ল্যাবের ভুয়ো ভ্যাকসিনের নমুনা পাঠানো হচ্ছে ড্রাগ কন্ট্রোলারের কাছে। সেখানেই পরীক্ষা করে দেখা হবে কী আসলে কী পাউডার মেশানো হয়েছিল। পুরসভার দাবি অ্যান্টি ব্যাক্টেরিয়াল ইনজেকশন অ্যামিকেসি দেওয়া হয়েছিল সেখানে। তাতে একাধিক প্রভাব পড়তে পারে শরীরে। কিডনির সমস্যা যাঁদের রয়েছে তাঁদের শরীরে আরও ক্ষতি হতে পারে।

প্রভাবশালী যোগ

প্রভাবশালী যোগ

দেবাঞ্জনের সঙ্গে একাধিক তৃণমূলের প্রথম সারির নেতা মন্ত্রীর ছবি প্রকাশ্যে এসেছে। ফিরহাদ হাকিম থেকে শুরু করে একাধিক তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রীর সঙ্গে ছবি রয়েছে দেবাঞ্জনের। নিজেকে ভুয়ো আইএএস পরিচয় দিয়ে কোম্পািন চালাতেন তিনি। জাল স্যানিটাইজারের ব্যবসাও করতে শুরু করেছিলেন দেবাঞ্জন।

English summary
Debanjan fake corona vaccine samples will send to Drug controller
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X