For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাসপাতালে ব্যাগ খুলতেই ১৬টি মৃত কুকুরছানা, প্রশ্নের মুখে এনআরএস কর্তৃপক্ষ

একটা-দুটো নয়, ১৬টি মৃত কুকুর ছানা উদ্ধার হল হাসপাতালের গেটে। খাস কলকাতার বুকে এনআরএসের মতো হাসপাতালে রবিবার দুপুরে ঘটে গেল চাঞ্চল্যকর এই ঘটনা।

  • |
Google Oneindia Bengali News

একটা-দুটো নয়, ১৬টি মৃত কুকুর ছানা উদ্ধার হল হাসপাতালের গেটে। খাস কলকাতার বুকে এনআরএসের মতো হাসপাতালে রবিবার দুপুরে ঘটে গেল চাঞ্চল্যকর এই ঘটনা। অভিযোগ, হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের পিছনে বর্জ্য ফেলার জায়গায় ফেলে যাওয়া হয়েছে কুকুরছানাগুলির মৃতদেহ। বস্তার মধ্যে কালো প্লাস্টিকে মোড়া ছিল কুকুরগুলি।

Dead Puppies are recovered from a bag in NRS hospital. NRS authority is in question after recover puppies

প্লাস্টিকের ভিতরে মোট ১৭টি কুকুর ছিল। তার মধ্যে ১৬টি মৃত। একটি জীবিত। জীবিত কুকুরটিকে সঙ্গে সঙ্গে পশুপ্রেমী সংস্থার হাতে তুলে দেওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, কুকুরছানাগুলিতে কেউ মেরে হাসপাতাল চত্বরে ফেলে গিয়েছে।

কুকুর ছানাগুলির মৃত্যু রহস্যের কিনারা করতে খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। যে বস্তা থেকে উদ্ধার হয়েছে কুকুরছানাগুলির মৃতদেহ, তার মধ্যে খাবারের প্যাকেট ছিল। প্রাথমিক তদন্ত অনুমান করা হচ্ছে খাবারের বিষের প্রভাব মৃত্যু হয়েছে কুকুরছানা গুলির। এর আগে আরজিকর হাসপাতালে বিড়ালের মৃত্যু নিয়েও তৈরি হয়েছে বিতর্ক।

খতিয়ে দেখা হচ্ছে, এনআরএসে এই কুকুরের 'মড়কে'র পিছনে কী কারণ রয়েছে। সন্দেহ দানা বেঁধেছে, এনআরএসে কুকুরের বাড়বাড়ন্তের জন্য পরিকল্পনা করে কুকুরছানা গুলিকে মেরে ফেলা হয়েছে কি না? এই কুকুর-মড়কের পিছনে কী কারণ রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

English summary
Dead Puppies are recovered from a bag in NRS hospital. NRS authority is in question after recover puppies.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X