For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডিএ মামলায় আদালত অবমাননার অভিযোগ! নোটিশ রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিবকে

ডিএ মামলায় রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিবকে নোটিশ পাঠাল কলকাতা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজ। তারা রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে।

Google Oneindia Bengali News

ডিএ মামলায় রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিবকে নোটিশ পাঠাল কলকাতা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজ। তারা রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে। ১৯ অগাস্ট শুক্রবারই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ায় শেষ তারিখ ছিল। কিন্তু রাজ্যের কাছ থেকে প্রাপ্য না পেয়ে কর্মচারী সংগঠন আইনি নোটিশ দিল।

রিভিউ পিটিশন দাখিল করে পুনর্বিবেচনার আর্জি

রিভিউ পিটিশন দাখিল করে পুনর্বিবেচনার আর্জি

গত ২০ মে কলকাতা হাইকোর্টে নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ৩১ শতাংশ মিটিয়ে দিতে হবে। সেইমতো ১৯ অগাস্ট ছিল বকেয়া মিটিয়ে দেওয়ার শেষ দিন। কিন্তু রাজ্য সরকার এই মামলায় রিভিউ পিটিশন দাখিল করে পুনর্বিবেচনার আর্জি জানায়। সেইসঙ্গে আরও সময় নেওয়ার জন্যই রাজ্য এই ফন্দি এঁটেছে বলে পাল্টা দাবি তোলে শ্রমিক সংগঠনগুলি।

আদালত অবমাননার নোটিশ পাঠানো হল রাজ্যকে

আদালত অবমাননার নোটিশ পাঠানো হল রাজ্যকে

সময়সীমা সেষ হওয়ার সপ্তাহখানেক আগে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করে। সেই আবেদন গ্রহণ করে কলকাতা হাইকোর্ট জানায় ২৯ অগাস্ট এই মামলার শুনানি হবে। এরই মধ্যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজ আদালত অবমাননার নোটিশ পাঠিয়ে যুদ্ধ জারি রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু রিভিউ পিটিশন গৃহীত হওয়ার পর কী করে আদালত অবমাননার নোটিশ পাঠানো হল?

মুখ্যসচিব ও অর্থসচিবকে চিঠি পাঠানো হয়েছে

মুখ্যসচিব ও অর্থসচিবকে চিঠি পাঠানো হয়েছে

এই মর্মে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় রিভিউ পিটশন কলকাতা হাইকোর্টে দাখিল করলেও তাদের কাছে কোনও কপি পাঠানো হয়নি। সেজন্যই তারা আদালত অবমাননার অভিযোগ করেছে। এই বিষয়ে রাজ্য সরকারের তরফে তাঁদের কিছু জানানো হয়নি। সেজন্যই মুখ্যসচিব ও অর্থসচিবকে চিঠি পাঠানো হয়েছে।

আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত এমপ্লয়িজ কনফেডারেশন

আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত এমপ্লয়িজ কনফেডারেশন

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, সরকারের তরফে আমরা কোনও কপি পাইনি। রাজ্যকে কপি দিতেই হবে। এখনও রায়ের কপি মা দেওয়ায় আমরা নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। নোটিশ পাঠিয়ে আমরা জানাতে চেয়েছিল আইনি লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত।

জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে আইনি পথে

জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে আইনি পথে

তিনি বলেন, আইনি পথে আমরা ডিএ মামলায় জয় পাব। আমাদের অধিকার আমরা আদায় করে নেব। সরকারকে ডি দিতেই হবে। জয় আমাদেরই হবে। আমরা দয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। এদিন মুখ্যসচিব ও অর্থসচিবকে আইনি নোটিশ পাঠানোর পর নবান্নের তরফে জানানো হয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবী মারফত কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজকে মামলার কপি দেওয়া হবে। মামলার শুনানির আগেই তারা তা পেয়ে যাবে।

English summary
DA suit: Employees Confederation sends notice of defamation to chief Secretary and financial Secretary.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X