For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধেয়ে আসছে সাইক্লোন জাওয়াদ! তৈরি কলকাতা পুরসভা, মাস্টার প্ল্যান 'প্রার্থী' ফিরহাদের

ধেয়ে আসছে সাইক্লোন জাওয়াদ! তৈরি কলকাতা পুরসভা, মাস্টার প্ল্যান 'প্রার্থী' ফিরহাদের

  • |
Google Oneindia Bengali News

ধেয়ে আসছে সাইক্লোন জাওয়াদ। এবার আবহাওয়া (Weather) দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, এর অভিমুখ হতে পারে উত্তর-উত্তর-পূর্ব দিকে। ফলে ঘূর্ণিঝড় আছড়ে না পড়লেও, পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি ভারী বৃষ্টি কোনও ভাবেই এড়াতে পারছে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ৪ ও ৬ ডিসেম্বর অর্থাৎ আগামী শনিবার থেকে সোমবারের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হবে। আর তা ক্রমশ বাড়তে থাকবে। ফলে নতুন করে আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে বাংলার আকাশে।

পুরসভা নির্বাচন

পুরসভা নির্বাচন

আগামী ১৯ ডিসেম্বর রাজ্যে পুরসভা নির্বাচন। ইতিমধ্যে প্রশাসকের পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। জোরকদমে চলছে প্রচার। খোদ ফিরহাদ হাকিমও এবার প্রার্থী হয়েছে তৃণমূলের হয়ে। আর এর মধ্যেই ধেয়ে আসছে সাইক্লোন। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ভালোই বৃষ্টি হবে। পুরনির্বাচনের আগে কার্যত এই সাইক্লোনের ঝাপটা সামাল দেওয়াটা কলকাতা পুরসভার কাছে বড় চ্যালেঞ্জ। আম্ফানের স্মৃতি মোটেই সুখকর নয় কলকাতা এবং শহরতলীর মানুষের কাছে। সেখানে দাঁড়িয়ে আতঙ্ক এবং উদ্বেগ থাকছেই।

তৈরি রয়েছে কলকাতা পুরসভা

তৈরি রয়েছে কলকাতা পুরসভা

সাইক্লোন জাওয়াদের ঝাপটা সামলাতে তৈরি রয়েছে কলকাতা পুরসভা। আম্ফান থেকে শিক্ষা নিয়ে অনেক বেশি রয়েছে পুরসভা। এমনটাই জানিয়েছে এক আধিকারিক। অত্যাধুনিক মেশিন থেকে শুরু করে গাছ কাটার যন্ত্র কেনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, পুরসভার ওই আধিকারিকের মতে, জমা জল যাতে দ্রুত বার করে দেওয়া যায় সেই সমস্ত উন্নত মেশিনকেও কাজে লাগানো হবে বলে জানানো হয়েছে।

কি বলছেন ফিরহাদ

কি বলছেন ফিরহাদ

অন্যদিকে পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে ফিরহাদ হাকিম জানিয়েছেন, সাইক্লোনের পরবর্তী শহরকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরাতে অনেক দক্ষ কলকাতা পুলিশ। এনডিআরএফ কিংবা এসএডিআরএফের সঙ্গে কোনও অংশে কম নয় তাঁরা। জমা জল দ্রুত বের করে দিতে হাই-পাওয়ারের অত্যাধুনিক মেশিন বসানো হবে বলে সংবাদসংস্থাকে সাক্ষাতকারে জানিয়েছেন ফিরহাদ। শুধু তাই নয়, সাইক্লোন মোকাবিলা মাস্টার প্ল্যান তৈরির কথাও ভাবা হচ্ছে বলে জানিয়েছনে প্রাক্তন মেয়র।

ঝড়ের আশঙ্কা

ঝড়ের আশঙ্কা

৪ নভেম্বর পশ্চিমবঙ্গের একাধিক জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি ৫ নভেম্বরে প্রথম দফায় উল্লিখিত জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ ৫০ কিমি বেগে এবং দ্বিতীয় দফায় উল্লিখিত জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। সাইক্লোনের কারনে সতর্ক রাজ্য প্রশাসনও।

সতর্ক করা হচ্ছে মাইকে

সতর্ক করা হচ্ছে মাইকে

ধেয়ে আসছে ঝড়। প্রহর গুনছে সুন্দরবন উপকূল সংলগ্ন এলাকাগুলি। যদিও ইতিমধ্যে উপকূলবর্তী এলাকাগুলি থেকে সাধারণ মানুষকে সরানোর কাজ চলছে। শুধু তাই নয়, উপকূল এলাকাগুলিকে মাইকে করে মানুষকে সতর্কও করা হচ্ছে।

English summary
Cyclone Jawad is coming, special plan by KMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X