কাটমানি পোস্টার পড়ল এবার কলকাতায়! অভিযুক্ত এক প্রভাবশালী মন্ত্রী ও কাউন্সিলর
কাটমানি বিতর্ক এবার কলকাতাতেই। এদিন সকালে উত্তর কলকাতার মুরারিপুকুর এলাকায় মন্ত্রী সাধন পাণ্ডে এবং স্থানীয় কাউন্সিলর অমল চক্রবর্তীকে অভিযুক্ত করে পোস্টার পাওয়া যায়। যদিও পরবর্তী সময়ে তা ছিঁড়ে ফেলা হয়। পোস্টারের নিচে বিজেপি লেখা ছিল বলে জানা গিয়েছে।

সকালে মুরারিপুকুর এলাকায় কাটমানি পোস্টার। তাতে অভিযুক্ত করা হয়েছে ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে এবং ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তীকে। এই প্রসঙ্গে মন্ত্রী সাধন পাণ্ডের কোনও প্রতিক্রিয়া পাওয়া না গেলেও, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তী বিস্ফোরক অভিযোগ করেন। তিনি দাবি করেন, এই পোস্টার দেওয়ার পিছনে বিজেপি নেই। রয়েছে তৃণমূলের একটা অংশ।
গত মাসে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল মঞ্চে কাউন্সিলরদের সমাবেশে কাটমানি নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। তারপর থেকে কাটামানি বিক্ষোভে উত্তাল উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। তবে এখনও পর্যন্ত কলকাতায় তেমন কোনও প্রভাব পড়েনি।