ফের কলকাতায় কাটমানি পোস্টার! অভিযুক্ত প্রভাবশালী তৃণমূল কাউন্সিলর
একসপ্তাহের মধ্যে দ্বিতীয়বার। কলকাতায় ফের কাটমানি পোস্টার। এবারের লক্ষ্য বেলেঘাটার তৃণমূল কাউন্সিলর জীবন সাহা। সূত্রের খবর অনুযায়ী, এব্যাপারে বিশেষ কোনও কিছু বলতে না চাইলেও, বিষয়টি নিয়ে বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জীবন সাহাকে উদ্দেশ্য করে একাধিক হোর্ডিং বেলেঘাটা এলাকায়। নাগরিক স্বার্থে জবাব চাওয়া হয়েছে। বেলেঘাটা নাগরিক মোর্চার তরফে এই পোস্টার দেওয়া হয়েছে। পোস্টারে খাল ভরাটের অভিযোগ তোলা হয়েছে। এলাকায় সিন্ডিকেটে মদতের অভিযোগও তোলা হয়েছে জীবন সাহার বিরুদ্ধে।
এমাসের শুরুতে, ২ জুলাই উত্তর কলকাতায় মুরারিপুকুর এলাকায় কাটমানি পোস্টার পড়ে। তাতে অভিযুক্ত করা হয়েছিল ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে এবং ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তীকে। এপ্রসঙ্গে মন্ত্রী সাধন পাণ্ডের কোনও প্রতিক্রিয়া পাওয়া না গেলেও, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তী বিস্ফোরক অভিযোগ করেন। তিনি দাবি করেন, এই পোস্টার দেওয়ার পিছনে বিজেপি নেই। রয়েছে তৃণমূলের একটা অংশ।
গত মাসে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল মঞ্চে কাউন্সিলরদের সমাবেশে কাটমানি নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। তারপর থেকে কাটামানি বিক্ষোভে উত্তাল উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। তবে এখনও পর্যন্ত কলকাতায় তেমন কোনও প্রভাব পড়েনি।