For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার কলকাতায় পড়ল কাটমানি পোস্টার, টার্গেট বিধায়ক

এবার একেবারে শহর কলকাতায় পড়ল কাটমানি নিয়ে পোস্টার। কলকাতার ৫৮ নম্বর ওয়ার্ডে দেখা গিয়েছে এই পোস্টার।

Google Oneindia Bengali News

এবার একেবারে শহর কলকাতায় পড়ল কাটমানি নিয়ে পোস্টার। কলকাতার ৫৮ নম্বর ওয়ার্ডে দেখা গিয়েছে এই পোস্টার। তাতে নাম রয়েছে তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার নামে। এন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহা।

এবার কলকাতায় পড়ল কাটমানি পোস্টার, টার্গেট বিধায়ক

পোস্টারে লেখা হয়েছে ধাপা এলাকায় বেআইনিভাবে জমি বিক্রি করেছেন তিনি। এই জমি বিক্রির জন্য কাটমানি নিয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক স্বর্ণকমল সাহা। মোট ১১টি অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। বাইপাসের ধারে মোট ২১টি পোস্টার পড়েছে ই কাটমানি নিয়ে। সেগুলিতে ট্যাংরা নাগরিক সমিতির নাম রয়েছে।

তবে শুধু স্বর্ণকমল সাহাই নন একাধিক তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ করা হয়েছে এই পোস্টারে। কয়েকদিন আগে কলকাতার ৫৭ নম্বর ওয়ার্ডে পড়েছিল এরকমই কাটমানি পোস্টার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাটমানির নেওয়া বন্ধ করতে বলার পরেই রাজ্যজুড়ে শুরু হয়েছে কাটমানি নেওয়ার প্রতিবাদে আন্দোলন।

যার কোপে পড়েছে একাধিক তৃণমূল নেতা, কাউন্সিল এবং বিধায়ক। অনেক তৃণমূল নেতা কাটমানি ফেরতও দিয়েছে। নবান্নে কাটমানি নিয়ে অভিযোগ জানানোর হেল্পলাইনও খোলা হয়েছে।

English summary
Cut Money Poster again in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X