For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার হাসপাতালে হচ্ছে কান্নাঘর! অভিনব উদ্যোগ নির্মল মাজির

এবার হাসপাতালে তৈরি হচ্ছে কান্নাঘর। কুকুরের ডায়ালিসিয়ের পর আবারও অভিনব এক উদ্যোগ নিচ্ছেন তৃণমূল বিধায়ক তথা চিকিৎসক নেতা নির্মল মাজি।

  • By Sanjay
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৯ ডিসেম্বর : এবার হাসপাতালে তৈরি হচ্ছে কান্নাঘর। কুকুরের ডায়ালিসিয়ের পর আবারও অভিনব এক উদ্যোগ নিচ্ছেন তৃণমূল বিধায়ক তথা চিকিৎসক নেতা নির্মল মাজি। তাঁর উদ্যোগ মেডিকেল কলেজে শুরু হয়ে গিয়েছে কান্না ঘর নির্মাণের কাজ। মেডিকেল কলেজে পরীক্ষনীয়ভাবে এই কান্নাঘর তৈরির পর সুফল মিললে অন্যান্য হাসপাতালেও এই কান্নাঘর নর্মাণের উদ্যোগ নেওয়া হবে।

কিন্তু কেন হঠ্যাৎ হাসপাতালে কান্না ঘর নির্মাণের উদ্যোগ? তৃণমূল বিধায়ক নির্মল মাজির কথায়, কান্না মনের সকল ময়লা ধুয়ে জল করে দেয়। সমস্ত রাগ, দুঃখ, অভিমান সবই এক নিমেষে কমিয়ে দিতে পারে। এটা একটা থেরাপি, যার দ্বারা হাসপাতালে শান্তির পরিবেশ স্থাপন করা যায়। প্রায়ই হাসপাতালে ঘটে অশান্তির ঘটনা। রোগীর পরিবার ক্ষুব্ধ হয়ে ওঠে হাসপাতাল কর্তৃপক্ষের উপর। সেই অশান্তির বাতাবরণ লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্মলবাবুর বিশ্বাস, তাঁরা এই অভিনব উদ্যোগে সফল হবেন।

এবার হাসপাতালে হচ্ছে কান্নাঘর! অভিনব উদ্যোগ নির্মল মাজির

এর আগে এসএসকেএমে কুকুরের ডায়ালিসিস করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন তৃণমূলের বিতর্কিত এই বিধায়ক। এখন আবার তিনি কান্নাঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন। কতটা সফল হবেন, তা ভবিষ্যৎ বলবে। কিন্তু তাঁর এই কান্নাঘরের উদ্যোগ হাস্যকর হবে না তো, এমন কথাঠ উঠে পড়েছে রাজৈনিতক মহলে।

English summary
Cry-room is being built in hospital. This initiative is started from Medical College Hospital
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X