For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাজ করছে না কিডনি-লিভার, ক্রমশ শারীরিক অবনতি পথে পুলকার দুর্ঘটনায় আহত পড়ুয়া ঋশভ

কাজ করছে না কিডনি-লিভার, ক্রমশ শারীরিক অবনতি পথে পুলকার দুর্ঘটনায় আহত পড়ুয়া ঋশভ

  • |
Google Oneindia Bengali News

চিকিত্সকদের অক্লান্ত চেষ্টা সত্বেও পুলকার দুর্ঘটনায় জখম ছাত্র ঋষভের শারীরিক অবস্থা আরও সংকটজনক অবস্থায় চলে যাচ্ছে বলে জানা যাচ্ছে। পোলবায় এই পুলকার দুর্ঘটনার কবলে পড়ে বর্তমানে তার কিডনি, লিভার, ফুসফুস সহ একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করছে না বলে খবর।

কাজ করছে না কিডনি-লিভার, ক্রমশ শারীরিক অবনতি পথে পুলকার দুর্ঘটনায় আহত পড়ুয়া ঋশভ


প্রাথমিক চিকিত্সার পর স্থানীয় হাসপাতাল থেকে তাদের প্রথমে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। বর্তমানে এসএসকেএম সূত্রে খবর, ক্রমশ মাল্টি অরগ্যান ফেলিওরের পথে চলে যাচ্ছে এই ছোট্ট পড়ুয়া। জরুরী ব্যবস্থা নিতে ইতিমধ্যেই এসএসকেএমের চিকিত্সকেরা একাধিক আপদকালীন বৈঠক সেরেছেন বলে খবর। যদিও অপর এক পড়ুয়া দিব্যাংশুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে শোনা যাচ্ছে।

গত ১৪ই ফেব্রুয়ারি দিল্লি রোড ধরে একটি পুলকারে স্কুলে যাচ্ছিলেন ওই পড়ুয়ায়। পুলকারটি আচমকা একটি পোস্টে ধাক্কা মেরে নয়ানজুলিতে উল্টে যায়। তারপর স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যান বলে খবর। সেখানে প্রাথমিক চিকিত্সা হলেও ক্রমাগত অবস্থার অবনতি হলে ঋশভকে এসএসকেএমে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিত্সকেরা। এরপর গ্রিণ করিডোর করে তাকে দ্রুত কলকাতায় নিয়ে আসা হয়। পাশাপাশি দুর্ঘটনার পরে শুক্রবারই অভিযুক্ত চালক শেখ শামিমকে গ্রেপ্তার করে পুলিশ।

English summary
Rishav further physical deterioration in the Pullcar accident, kidney-liver is not working
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X