For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন্ত্রী দেবেন উত্তম-মধ্যম, পাল্টা সম্মুখ সমরে সুর্যকান্ত, হুঁশিয়ারি দিলেন ভিডিও-বার্তায়

বনধের নামে সরকারি সম্পত্তি ভাঙচুর ও ক্ষয়ক্ষতি হলে ছাড়া হবে না বনধ সমর্থনকারীদের। প্রয়োজনে উত্তম-মধ্যম দেওয়ার ব্যবস্থা রাখবেন বলে হুমকি দিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

Google Oneindia Bengali News

বনধের নামে সরকারি সম্পত্তি ভাঙচুর ও ক্ষয়ক্ষতি হলে ছাড়া হবে না বনধ সমর্থনকারীদের। প্রয়োজনে উত্তম-মধ্যম দেওয়ার ব্যবস্থা রাখবেন বলে হুমকি দিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রীর এই বার্তার পরই তীব্র ক্ষোভ উগরে দিলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তাঁর দাবি, অবিলম্বে মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

মন্ত্রী দেবেন উত্তমমধ্যম, পাল্টা সম্মুখ-সমরের বার্তা সুর্যের

পাল্টা হুঁশিয়ারি দিয়ে পিএম রাজ্য সম্পাদক জানিয়েছেন, তাঁরা মন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন। ইতিমধ্যেই এফআইআর দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আগেই বলেছিলেন বাধা এলে প্রত্যাঘাত হবে। আবারও একই হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বুধবারও প্রত্যাঘাত দেওয়ার জন্য তাঁরা তৈরি।

মঙ্গলবার সকাল থেকে বনধের সমর্থনে বাম নেতা-কর্মী-সমর্থকরা ময়দানে নেমে বনধ পালন করছেন। এই শীতে গা গরম করা বক্তব্য রাখছেন সবাই। সিপিএমের যুব নেতা শতরূপ ঘোষও পুলিশকে নিশানা করে হুঙ্কার ছেড়েছেন। বলেছেন, ক্ষমতায় এলে কান ধরে ওঠ-বস করানো হবে পুলিশকে।

বনধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও রেল রোকো কর্মসূচি নেয় বামফ্রন্ট। যাদবপুরে মিছিলে বেরিয়ে গ্রেফতার হন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী-সহ ৩৫ জন নেতা-কর্মী। শ্যমবাজারে অবরোধ কর্মসূচিতে যোগ দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। কসবায় পথে নামেন শতরূপ ঘোষ। সেখানে পুলিশের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়।

সিপিএম সম্পাদক সুর্যকান্ত মিশ্র ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু উভয়ই বলেন বনধ সফল। কালও বনধ হবে। তাঁরা কৌশল বদলে বনধ সফল করতে নামবেন। আর মঙ্গলবার বনধ প্রসঙ্গে তৃণমূল ও বিজেপিকে একাসনে বসান উভয়েই। বলেন বিজেপির বিরুদ্ধে বনধ রুখতে পথে নেমেছে তৃণমূল। তাতেই স্পষ্ট হল গোপন আঁতাত।

English summary
CPM State secretary Suryakanta Mishra counters Jyotipriya Mallick on strike. CPM decides to file FIR against Minister.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X