For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাজোটে বাধা কংগ্রেস! আসনরফা-সূত্রে অনড় সিপিএম এবার নতুন বন্ধুর খোঁজে

কংগ্রেসের সঙ্গে জোটে আসন-রফার সূত্র নিয়ে অটল সিপিএম। কংগ্রেসও নাছোড়বান্দা রায়গঞ্জ ও মুর্শিদাবাদ নিয়ে। এই অবস্থায় কংগ্রেসের সঙ্গে জোটের আশা ত্যাগ করে নতুন বন্ধু খুঁজতে নেমে পড়েছে।

Google Oneindia Bengali News

কংগ্রেসের সঙ্গে জোটে আসন-রফার সূত্র নিয়ে অটল সিপিএম। কংগ্রেসও নাছোড়বান্দা রায়গঞ্জ ও মুর্শিদাবাদ নিয়ে। এই অবস্থায় কংগ্রেসের সঙ্গে জোটের আশা ত্যাগ করে নতুন বন্ধু খুঁজতে নেমে পড়েছে। সিপিএম এখন ছোটদলগুলিকে প্রস্তাব দিচ্ছে জোটের জন্য। এমনকী তাঁদের জন্য আসন ছাড়তেও রাজি সিপিএম।

মহাজোটে বাধা কংগ্রেস! আসনরফা-সূত্রে অনড় থেকে নতুন বন্ধুর খোঁজে সিপিএম

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, সিপিএম এখন সমস্ত আসনে প্রার্থী দেওয়ার জায়গায় নেই। সেই কারণেই ছোট দলগুলিকে নিয়ে জোট গড়ার চেষ্টা করছে সিপিএম। ইতিমধ্যেই সিপিআইএমএল (লিবারেশন)-এর কাছে প্রস্তাব গিয়েছে। এমনকী সারা বাংলা সংখ্যালঘু কাউন্সিলকেও এই জোটে সামিল করতে চাইছে।

বিশ্বস্ত সূত্রে খবর নকশালপন্থীদের কৃষ্ণনগর আসন ছাড়তেও রাজি সিপিএম। কামরুজ্জামানের সারা বাংলা সংখ্যালঘু কাউন্সিলকে উলুবেড়িয়া বা বসিরহাট ছাড়তে পারে সিপিএম। ডায়মন্ড হারবার আসনটিও বিকল্প হিসেবে রেখেছে বামফ্রন্টের বড় শরিক দল। দার্জিলিংয়েও অন্য কোনও শরিককে ছেড়ে দেওয়ার পক্ষাপাতী তারা।

[আরও পড়ুন:লোকসভার মুখে কংগ্রেসে ভাঙন, 'অপারেশন লোটাস'-এ বিধায়কের যোগদান বিজেপিতে][আরও পড়ুন:লোকসভার মুখে কংগ্রেসে ভাঙন, 'অপারেশন লোটাস'-এ বিধায়কের যোগদান বিজেপিতে]

কিন্তু জেতা আসন কাউকে ছাড়বে না সিপিএম। কেন্দ্রীয় কমিটি সাফ জানিয়ে দিয়েছে, জোট হবে কংগ্রেসের সঙ্গে, তবে জেতা আসন হাতছাড়া করা যাবে না। জেতা আসন রেখে, যে সমস্ত আসনে কংগ্রেস বা সিপিএম দ্বিতীয় স্থানে রয়েছে, সেই আসন তারাই প্রার্থী দেবে। এই ফর্মুলা মেনে এগোতে চাইছে রাজ্য কমিটিও।

[আরও পড়ুন: ভারত-পাক আলোচনা শুরুর তোড়জোড়, পুলওয়ামার পর প্রথম বৈঠক ওয়াঘা সীমান্তে][আরও পড়ুন: ভারত-পাক আলোচনা শুরুর তোড়জোড়, পুলওয়ামার পর প্রথম বৈঠক ওয়াঘা সীমান্তে]

সোমবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় কমিটির বৈঠকে কংগ্রেসের সঙ্গে জোট সমীকরণ পাক্কা হলেও কংগ্রেস বেঁকে বসায় ফের বিশ বাঁও জলে জোট। কংগ্রেস আর সিপিএম উভয়েই চাইছে মুর্শিদাবাদ ও রায়গঞ্জ আসনে প্রার্থী দিতে। উল্লেখ্য, দুটি আসনের গতবার সিপিএম প্রার্থীরা জয়ী হয়েছিল, কংগ্রেস পেয়েছিল দ্বিতীয় স্থান। কিন্তু দুটিই কংগ্রেসের গড় বলে পরিচিত। বর্তমানে কংগ্রেসই অপেক্ষাকৃত শক্তিশালী বলেও দাবি কংগ্রেসের। এই দুই আসন সিপিএমকে ছাড়া মানে অবধারিত হার বলে ব্যাখ্যা সোমেন মিত্রদের।

[আরও পড়ুন: লোকসভার আগে তৃণমূলের লোগোয় নীল-সাদার ছটা, প্রোফাইল বদলে গেল মমতারও][আরও পড়ুন: লোকসভার আগে তৃণমূলের লোগোয় নীল-সাদার ছটা, প্রোফাইল বদলে গেল মমতারও]

English summary
CPM now searches new friend for Lok Sabha Election without Congress. CPM will not leave winning seats but CPM wants to leave seats for others friend,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X