For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফ্লপ ২১ জুলাইয়ের সমাবেশ, নৌকা ডুবছে! মমতাকে আক্রমণ করে আর যা বললেন সুজন চক্রবর্তী

এবারের তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ ফ্লপ। এমনটাই মনে করেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। কটাক্ষ করে তিনি বলেন, থাকার ব্যবস্থা আছে কিন্তু লোক নেই।গাড়ি আছে লোক নেই।

Google Oneindia Bengali News

এবারের তৃণমূল কংগ্রেসের ২১ জুলাইয়ের সমাবেশ ফ্লপ। এমনটাই মনে করেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। কটাক্ষ করে তিনি বলেন, থাকার ব্যবস্থা আছে কিন্তু লোক নেই। গাড়ি আছে লোক নেই। এমন কী চিড়িয়াখানা বন্ধা করেও লোক পাওয়া যায়নি। ডাল না কেটে লড়াই করার যে কথা মমতা বলেছেন, সেই প্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, বামপন্থীদের জ্ঞান দিতে হবে না।

৩৫৬ ধারা

৩৫৬ ধারা

পশ্চিমবঙ্গে বামের যখন ক্ষমতায় ছিল, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ৩৫৬ ধারা প্রয়োগের দাবি করতেন। কিন্তু এখন তিনি সেই ৩৫৬ ধারাকেই ভয় পাচ্ছেন বলে কটাক্ষ করেন সুজন চক্রবর্তী।

 সিবিআই তদন্ত

সিবিআই তদন্ত

পশ্চিমবঙ্গে বামেরা ক্ষমতায় থাকার সময় কোনও ঘটনা ঘটলেই সিবিআই তদন্তের দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর এই মুহুর্তে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই
সিবিআইকেই বেশি ভয় পাচ্ছেন। এদিনের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিবিআই ডাকছে।

'ইভিএম নয়, ব্যালটে ভোট'

'ইভিএম নয়, ব্যালটে ভোট'

এদিনের সমাবেশে তৃণমূলের অন্যতম স্লোগান ছিলে ইভিএম নয় ব্যালটে ভোট। সেপ্রসঙ্গে সুজন চক্রবর্তী বলেন, ২০১১ এবং ২০১৬ সালে ইভিএম-এ ভোট করেই জয় পেয়েছেন
মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জয় কি তিনি ফিরিয়ে দেবেন প্রশ্ন করেন সুজন।

বিরোধী শূন্য রাজনীতি

বিরোধী শূন্য রাজনীতি

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দলীয় কর্মী সমর্থকদের বলেন পাড়ায় যদি ভাল বামপন্থী থাকেন, তাঁদের সঙ্গে নেওয়ার চেষ্টা করুন। সেই প্রসঙ্গে রাজ্যে বিরোধী শূন্য রাজনীতির
কথা তুলে ধরেন সুজন চক্রবর্তী। সেই বিরোধী শূন্য রাজনীতির প্রবক্তা মমতাই। অভিযোগ করেন সুজন। কার্যত তিনি বলেন, বিরোধী শূন্য রাজনীতির চেষ্টার কারণেই বামেদের থেকে
দলবদলের পরিণাম।

English summary
CPM MLA Sujan Charkaborty claims TMC's 21 July meeting as flop show. He was in a dharnamanch at Saltlake.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X