For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিযুক্ত তৃণমূল নেতাদের তুর্কি নাচন! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় নালিশ সুজনের

তৃণমূল নেতা-মন্ত্রী-বিধায়কদের হিসেব বহির্ভূত সম্পত্তির তালিকা নিয়ে আয়কর বিভাগের কাছে জমা দিলেন বাম বিধায়ক সুজন চক্রবর্তী।

  • |
Google Oneindia Bengali News

তৃণমূল নেতা-মন্ত্রী-বিধায়কদের হিসেব বহির্ভূত সম্পত্তির তালিকা নিয়ে আয়কর বিভাগের কাছে জমা দিলেন বাম বিধায়ক সুজন চক্রবর্তী। এদিন সকালে তিনি, কলকাতায়
আয়কর দফতরের নর্থ ইস্ট রিজিয়নের ডিরেক্টরের সঙ্গে দেখা করেন। সুজন চক্রবর্তীর জমা দেওয়া তালিকায় তৃণমূলের প্রথমসারির ২৫ জনের নেতানেত্রীর নাম রয়েছে
বলে জানা গিয়েছে।

অভিযুক্ত তৃণমূল নেতাদের তুর্কি নাচন! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় নালিশ সুজনের

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী বিজেপি সভাপতি অমিত শাহের ছেলে জয় শাহের বিরুদ্ধে অবৈধ সম্পত্তির অভিযোগ করেছেন। কিন্তু রাজ্যে তাঁর দলের প্রথম সারির নেতানেত্রীদের প্রভূত অবৈধ কিংবা হিসেব বহির্ভূত সম্পত্তি রয়েছে। এদিন এমনটাই অভিযোগ করেছেন সুজন চক্রবর্তী। তাঁর অভিযোগ, বাংলাকে বেআইনি সম্পত্তির কারখানা বানিয়ে তুলেছে তৃণমূল। হিসেব বহির্ভূত সম্পত্তি করা মন্ত্রী, বিধায়কদের তিনি তুর্কি নাচন নাচাবেন বলেও জানিয়েছেন।

যাদবপুরের সিপিএম বিধায়কের অভিযোগ, তার পেশ করা ২৫ জনের তালিকায় যাঁরা রয়েছেন সেইসব নেতামন্ত্রীদের হিসেব বহির্ভূত প্রচুর সম্পত্তি রয়েছে। তিনি বলেছেন, আগে এইসব তৃণমূল নেতারা সম্পত্তির যে হিসেব নির্বাচন কমিশনের কাছে দিয়েছিলেন, আর ভবিষ্যতে যা পেশ করবেন, তা মিলিয়ে দেখতেই ফারাকটা পরিষ্কার হয়ে যাবে।

প্রসঙ্গ বাম শাসনে তৎকালীন তৃণমূল নেত্রীর মুখে শোনা যেত সিপিএম নেতারদের কথা। তাদের বিরুদ্ধে হিসেব বহির্ভূত সম্পত্তির কথা। কিন্তু বর্তমান সময়ে দলের কারও হিসেব বহির্ভূত সম্পত্তির কথা তৃণমূল নেত্রীর মুখ থেকে শোনা গিয়েছে, কেউই স্মরণে আনতে পারছেন না।

English summary
CPM MLA Sujan Chakraborty filed complaint against 25 TMC leaders about their property to IncomeTax
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X