For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বারাসতে কঙ্কাল মামলায় হাজিরা! মোদীকে আক্রমণ করে যা বললেন সুশান্ত ঘোষ

বিজেপির চার বছরের শাসনে কৃষকদের অবস্থা এমন জায়গায় দাঁড়িয়েছে যে, প্রধানমন্ত্রী বাড়িতে বাড়িতে গেলেও কৃষকরা ওঁর পাশে থাকবেন না। প্রধানমন্ত্রীর মেদিনীপুর সফর নিয়ে এমনটাই বললেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ।

  • |
Google Oneindia Bengali News

বিজেপির চার বছরের শাসনে কৃষকদের অবস্থা এমন জায়গায় দাঁড়িয়েছে যে, প্রধানমন্ত্রী বাড়িতে বাড়িতে গেলেও কৃষকরা ওঁর পাশে থাকবেন না। প্রধানমন্ত্রীর মেদিনীপুর সফর নিয়ে এমনটাই বললেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ।

বারাসতে কঙ্কাল মামলায় হাজিরা! মোদীকে আক্রমণ করে যা বললেন সুশান্ত ঘোষ

তাঁর দাবি, প্রধানমন্ত্রী জেনে গিয়েছেন ২০১৯-এ তিনি আর প্রধানমন্ত্রী থাকবেন না। কঙ্কাল মামলায় বারাসত আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন তিনি। কঙ্কাল মামলা মেদিনীপুর থেকে বারাসত আদালতে স্থানান্তরিত করা হয়েছে গতমাসে।

কৃষকদের স্বার্থ নিয়ে লড়াই করার জন্য বামেদের কোনও বিকল্প নেই বলেও মন্তব্য করেছেন সুশান্ত ঘোষ। এপ্রসঙ্গে তিনি মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থানের কৃষক আন্দোলনের প্রসঙ্গ টেনেছেন।

সিপিএম নেতার আরও অভিযোগ, তৃণমূল ও বিজেপির মধ্যে বোঝাপড়ার খেলা চলেছে। এই খেলার মধ্যে থেকে মানুষকে সঠিক রাস্তার আনার দায়িত্ব বামপন্থীদের। তবে সেই চেষ্টা প্রচার মাধ্যমে সেরকম সুযোগ পাচ্ছে না বলে অনুযোগ করেন সুশান্ত ঘোষ।

সুশান্ত ঘোষ বলেছেন, একটা ঝড়ে ৩৪ বছরের বাম শাসনের অবসান হয়েছে। সংগঠন এলোমেলো। মানুষের চেতনাকে জাগ্রত করে সংগঠনকে সাজিয়ে তুলতে সময় লাগবে বলে মন্তব্য করেছেন তিনি।

English summary
CPM leader Sushanta Ghosh criticises Narendra Modi over farmers allegation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X