For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলীপের পর সুজন! পরপর দুদিন রাজ্যের দু-প্রান্তে 'আক্রান্ত' দুই বিরোধী নেতা

ডায়মন্ডহারবারের কাছে দস্তিপুরে আক্রান্ত সিপিএম নেতা সুজন চক্রবর্তী। একইসঙ্গে সিপিএম সমর্থকদের ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছেন সুজন চক্রবর্তী।

  • |
Google Oneindia Bengali News

ডায়মন্ডহারবারের কাছে দস্তিপুরে আক্রান্ত সিপিএম নেতা সুজন চক্রবর্তী। একইসঙ্গে সিপিএম সমর্থকদের ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছেন সুজন চক্রবর্তী। গাড়ি থেকে কর্মী-সমর্থকদের টেনে নামানো ছাড়াও গাড়ি সামনে বোমা মারার অভিযোগও করেছেন সুজন চক্রবর্তী।

দিলীপের পর সুজন! পরপর দুদিন রাজ্যের দু-প্রান্তে আক্রান্ত দুই বিরোধী নেতা

ডায়মন্ডহারবারে দলের ক্ষেতমজুর সংগঠনের জেলে ভরো কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন সুজন চক্রবর্তী। দস্তিপুরের তাঁদের এবং দলীয় কর্মী-সমর্থকদের গাড়ি হামলা চালানো হয় বলে অভিযোগ। গাড়ি থেকে নামিয়ে দলীয় কর্মী-সমর্থকদের মারধরের পাশাপাশি গাড়ি লক্ষ্য করে বোমা পড়ে বলে অভিযোগ করেছেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। একাধিক গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ।

দিলীপের পর সুজন! পরপর দুদিন রাজ্যের দু-প্রান্তে আক্রান্ত দুই বিরোধী নেতা

সুজন চক্রবর্তী জানিয়েছেন, বৃহস্পতিবার তাদের দলের কর্মসূচি আগে থেকেই ঘোষিত ছিল। তাঁর অভিযোগ, ডায়মন্ডহারবার পুলিশ বুধবার রাতে সিপিএম কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়, যাতে তাঁরা জেলে ভরো কর্মসূচিতে যোগ না দেন। একইসঙ্গে এলাকায় থাকা দলের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। শাসকদল পুলিশকে কাজে লাগিয়ে এই কাজ করেছে বলেও অভিযোগ করেছেন তিনি।

বুধবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় আক্রান্ত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ঠিক পরের দিনই মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ডহারবারে আক্রান্ত হওয়ার অভিযোগ বিরোধী অপর এক নেতার। শাসকদল রাজ্যে গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করতে চায় বলে অভিযোগ করেছেন বাম নেতা সুজন চক্রবর্তী।

English summary
CPM leader Sujan Chakraborty was allegedly attacked by TMC miscreants near Diamond Harbour
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X