For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফেসবুকে পুজো উদ্বোধনের ছবি ভাইরাল, ঋত-র পর শত-কে নিয়ে বিব্রত সিপিএম

বুক পকেটে জার্মান ব্র্যান্ডের ৩০ হাজারি পেন, হাতে অ্যাপলের দামী ঘড়ির ছবি ফেসবুকে পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার সাইবার বিতর্কে শতরূপ ঘোষ।

  • |
Google Oneindia Bengali News

ফের সোশ্যাল মিডিয়ার 'কোপে' এক বামপন্থী যুব নেতা। সাংসদ ঋতব্রতর বন্দ্যোপাধ্যায়ের পর দলের তরুণ 'মুখ' শতরূপ ঘোষ। ফেসবুকে দুর্গাপুজো উদ্বোধনের ছবি পোস্ট করে চরম বিপাকে পড়ছেন তিনি। ফেসবুকের পেজ তোলপাড় নানা বিতর্কিত মন্তব্যে। সমালোচনার ঝড় উঠেছে দলের ভিতরে-বাইরেও।

ফেসবুকে পুজো উদ্বোধনের ছবি ভাইরাল, ঋত-র পর শত-কে নিয়ে বিব্রত সিপিএম

বুক পকেটে জার্মান ব্র্যান্ডের ৩০ হাজারি পেন, হাতে অ্যাপলের দামী ঘড়ির ছবি ফেসবুকে পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তারপরই তাঁর বিরুদ্ধে তদন্ত কমিশন বসে। শেষমেশ বহিষ্কারের খাঁড়া ঝুলিয়ে দেওয়া হয়েছে। সিপিএমের এই দুর্দিনে আবারও দলের এক তরুণ মুখকে নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক।

কসবা ইয়ং স্টারের দুর্গাপুজো উদ্বোধনের ছবি ফেসবুকে পোস্ট করেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। তারপরই তোলপাড় শুরু হয়ে যায় ফেসবুকের পেজজুড়ে। নানারকম মন্তব্য উড়ে আসতে থাকে। কেউ লেখেন- 'গেল পার্টি মেম্বারশিপটা, যদি না পার্টিলাইন চেঞ্জ হয়ে থাকে।' আবার কেউ লেখেন- 'বামপন্থীরাও আজকাল পুজো উদ্বোধন করছে নাকি, দাদা।'

আবার একজন লেখেন- 'কমরেডরা নাকি পুজো করে না, পুজোর সঙ্গে যুক্ত থাকে না।এখন সব হারিয়ে শেষ অবধি দুর্গাপুজোকে আঁকড়ে ধরতে হচ্ছে নাকি!' আবার অনেকে বাহবাও দেন। ফেসবুক পেজে কমেন্ট বক্সে লেখেন- 'বেশ করেছো', 'জিও কমরেড। আমার নেতা'।

ছবির নিতে একের পর এক কমেন্ট এসে পড়েছে। পক্ষে-বিপক্ষে নানা মত পোষণ করেছেন সোশ্যাল মিডিয়ার বন্ধুরা। কিন্তু পরিস্থিতি তো সেখানেই দাঁড়িয়ে নেই। ফেসবুকের দেওয়াল ভেদ করে তা পৌঁছে গিয়েছে আলিমুদ্দিনের দোরগোড়াতেও। শতরূপের এই পুজো উদ্বোধনের ছবি ঘিরে তাই বেশ অস্বস্তিতে গোটা দল।

ফেসবুকে পুজো উদ্বোধনের ছবি ভাইরাল, ঋত-র পর শত-কে নিয়ে বিব্রত সিপিএম

প্রসঙ্গত উল্লেখ্য, এখনও ঋতব্রতকে নিয়ে বিতর্কের অবসান হয়নি। বহিষ্কারের পরেও সমানে চলছে সমালোচনা। ঋতব্রতর অকমিউন্সিট সুলভ আচরণ ভালোভাবে নেয়নি দল। এবার শতরূপও অকমিউনিস্টসুলভ পোস্ট করে বসলেন। এবার কী করবে সিপিএমের রাজ্য কমিটি। প্রশ্ন উঠে পড়েছে রাজনৈতিক মহলে।

ক্ষয়িষ্ণু সিপিএম। এভাবে একটার পর একটা বিতর্কে বামপন্থাই বিপন্ন হতে বসেছে। তারপর ঋতব্রত অস্ত যাওয়ায় সিপিএমের অন্দরে শতরূপকে মুখ করার দাবি জোরদার হয়েছিল। সেই শতরূপও এখন ঘোর বিতর্কে। সৌজন্যে সেই সোশ্যাল মিডিয়া। ঋত-র মতো শতও যে এবার সাইবার-কোপে বিদ্ধ!

English summary
Cpm youth leader Shatarup Ghosh is in trouble to post picture of Durga puja opening on facebook page
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X