For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দু তৃণমূল, নাকি কাজ করছেন অমিত শাহের হয়ে! সংশয়ে তাল ঠুকলেন সেলিম

মালদহ নিয়ে শুভেন্দুর ভবিষ্যদ্বাণীর পর সেলিমের তোপ, উনি আগে স্থির করুন কার হয়ে কাজ করবেন, তারপর বড় বড় ডায়লগ দেবেন।

Google Oneindia Bengali News

রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশানা করে ফের তোপ দাগলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। মালদহ নিয়ে শুভেন্দুর ভবিষ্যদ্বাণীর পর সেলিমের তোপ, শুভেন্দু অধিকারী আগে স্থির করুন, তিনি কার হয়ে কাজ করবেন, তারপর বড় বড় ডায়লগ দেবেন। তিনি বলেন, একজন মন্ত্রীর মুখে সবসময় গুন্ডার মতো দখলদারির কথা মানায় না।

কার হয়ে কাজ করছেন শুভেন্দু, মমতা না অমিত শাহ! সংশয়ে তাল ঠুকলেন সেলিম

পঞ্চায়েত নির্বাচনের পর মালদহ জেলায় দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, মুর্শিদাবাদের কায়দায় মালদা দখল করা হবে। শুধু ত্রিস্তর পঞ্চায়েতের নেতারাই নন, জেলার প্রথম সারিরে সমস্ত নেতারাও আমরা সঙ্গে যোগাযোগ করছেন দলে আসার জন্য। তাঁর কথায়, নির্বাচনে তৃণমূল ইতিমধ্যেই পঞ্চায়েতের ৭০ শতাংশ আসন দখল করেছে। বাকি ৩০ শতাংশও দখলে নেবেন তাঁরা। কেউ থাকবে না বিরোধী আসনে। তৃণমূলের উন্নয়নের নৌকায় আসবেন সবাই।

[আরও পড়ুন: 'আবেগতাড়িত' শুভেন্দু অধিকারী! জড়িয়ে ধরলেন একটি শিশুকে, জেনে নিন বিস্তারিত][আরও পড়ুন: 'আবেগতাড়িত' শুভেন্দু অধিকারী! জড়িয়ে ধরলেন একটি শিশুকে, জেনে নিন বিস্তারিত]

এই পরিপ্রেক্ষিতে শুভেন্দুকে পাল্টা দিয়ে তিনি বলেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সাফাই গাইছেন শুভেন্দু অধিকারী। তিনি এর আগে বিজেপি সভাপতি অমিত শাহকে হাত করে সিবিআইয়ের জেরা থেকে রেহাই পেয়েছেন। এখন তিনি কার হয়ে কাজ করছেন বোঝা দায়। একটু সিবিআই ঝক্কি কেটে যেতেই এখন আবার মমতা-মমতা করছেন।

শুভেন্দুকে কটাক্ষ করে তিনি আরও বলেন, একজন মন্ত্রীর মুখে রাজনৈতিক নেতার মতো কথা হবে। কিন্তু আদতে শুভেন্দু অধিকারী একজন গুন্ডার মতো কথা বলছেন। তিনি বলছেন সব দখল করে নেবেন, এমনই ভঙ্গিমা তাঁকে দেখে একজন মন্ত্রী বলে মনে হয় না। তারপর বলছেন জনপ্রতিনিধিরা সব তৃণমূলে চলে আসবে। জনপ্রতিনিধি তো নির্বাচিত হন, আর তা ভিন্ন যেটা হয়, তা হল গরু-ছাগলের মতো কেনাবেচা।

[আরও পড়ুন: আন্দুলে এসএফআই সমর্থক পিটিয়ে খুনে ১৩ তৃণমূল ছাত্র নেতা বেকসুর! কোন পথে মামলা][আরও পড়ুন: আন্দুলে এসএফআই সমর্থক পিটিয়ে খুনে ১৩ তৃণমূল ছাত্র নেতা বেকসুর! কোন পথে মামলা]

English summary
CPM leader Mohammed Selim criticizes Subhendu Adhikary against his comments on opponent-less Malda. Subhendu says all join in TMC in Malda like Murshidabad,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X