শেষে আলিমুদ্দিনে আসতে হবে মমতাকে! অস্তিত্ব সংকটে পড়ে এ কেমন ‘বার্তা’ গৌতমের
বাংলার পর ত্রিপুরাতেও ক্ষমতা বেদখল হয়ে গিয়েছে। গোটা সিপিএম দলটাই এখন অস্তিত্বহীনতায় ভুগছে। কেরল সিপিএমের অলিখিত বোর্ড ঝুলছে- 'আমাদের কোনও শাখা নেই'। তবু বাংলার সিপিএম নেতৃত্ব আছে নিজের খেয়ালেই। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র কটাক্ষ করতে ছাড়ছেন না।

[আরও পড়ুন:শ্যামাপ্রসাদের মূর্তি ভাঙায় কঠোর পদক্ষেপের দাবিতে গর্জে উঠল বিজেপি]
মঙ্গলবার ধর্মতলার মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর সমালোচনা করেন সিপিএম নেতা গৌতম দেব। তিনি বলেন, 'সরকার বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আলিমুদ্দিনে আসতে হবে। এ ছাড়া ওর কাছে আর কোনও উপায় নেই।' মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় শেষ হয়ে এসেছে বলেও তিনি মন্তব্য করেন। তিনিও প্রকারান্তরে সিবিআই জুজু দেখান মমতা বন্দ্যোপাধ্যায়কে।
উল্লেখ্য, ত্রিপুরায় বিজেপির জয়ের পর লেনিন মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বুলডোজার চালিয়ে। সেই ঘটনার তীব্র নিন্দা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 'মূর্তি ভাঙা কোনও সরকারের কাজ হতে পারে না।' মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় বিজেপির সমালোচনা করে সিপিএমের পাশে দাঁড়ান। তারই পরিপ্রেক্ষিতে সিপিএম নেতা গৌতম দেব বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গিয়েছেন, এ রাজ্যেও তাঁদের ছাড়া সরকার বাঁচাতে পারবেন না, সেই কারণেই সিপিএমকে পাশে রাখতে চাইছেন তিনি।'
তিনি বলেন, 'বর্তমান পরিস্থিতিতে সরকার বাঁচাতে গেলে সিপিএমকে দরকা। মমতার সময় হয়ে এসেছে। এখনও মমতাই ঠিক করুক কী করবে। শেষ না ওকে আমাদের কাছে আসতে হয়।' সম্প্রতি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিধানসভায় লজেন্স বিলি করেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার সমালোচনায় বলেন, 'ওই লজেন্স সিপিএম বিধায়করাও নিয়েছেন। মমতার ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই গৌতম দেব বাণ ছাড়লেন মমতার দিকে।'