For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রাসঙ্গিকতা ফিরে পেতে ঝাঁপাচ্ছে সিপিএম! বাংলায় মার্কসবাদ চর্চার ক্লাস শুরু

বাংলা ভাষায় মার্কসবাদ চর্চায় উদ্যোগ। হাসিম আব্দুল হালিম ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে ক্লাস। সাধারণ মানুষের মধ্যে মার্কসবাদ চর্চার ইচ্ছা কিংবা আগ্রহ বাড়িয়ে তুলতেই এহেন উদ্যোগ।

  • |
Google Oneindia Bengali News

বাংলা ভাষায় মার্কসবাদ চর্চায় উদ্যোগ। হাসিম আব্দুল হালিম ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে ক্লাস। সাধারণ মানুষের মধ্যে মার্কসবাদ চর্চার ইচ্ছা কিংবা আগ্রহ বাড়িয়ে তুলতেই এহেন উদ্যোগ। সাড়াও পাওয়া গিয়েছে ভাল। জানিয়েছেন মূল উদ্যোক্তা হাসিম আব্দুল হালিমের পুত্র চিকিৎসক ফুয়াদ হালিম।

চর্চা হত এক সময়ে

চর্চা হত এক সময়ে

রাজ্যে একসময়ে মার্কসবাদের চর্চা হত। তবে সেসময়টা ছিল গত শতাব্দীর পাঁচ-ছয়-কিংবা সাতের দশকের শুরুতে। বামেরা রাজ্যে ক্ষমতায় আসার শুরুর দিকে চর্চায় ভাঁটা পড়ে। পরের দিকে তা একেবারেই বন্ধ হয়ে যায়। যা প্রায় সব কটি বামদলের ক্ষেত্রেই প্রযোজ্য।

ক্ষমতার কেন্দ্র আলিমুদ্দিন

ক্ষমতার কেন্দ্র আলিমুদ্দিন

বাম শাসনে আলিমুদ্দিন হয়ে উঠেছিল ক্ষমতার কেন্দ্রস্থল। সেখানেই বামফ্রন্টের আলোচনা হত। আলোচনায় চলে আসত ভোট ব্যাঙ্কের রাজনীতি। কিন্তু কমিউনিস্টদের ক্ষেত্রে ভোট ব্যাঙ্কের রাজনীতিই সব নয়। বামেদের জনসংযোগ যেমন দরকার ঠিক তেমনই মার্কসবাদের চর্চাও জরুরি। বর্তমান সময়ে জনযোগ চললেও মার্কসবাদের চর্চা নেই।

পিআরসি-র হাসপাতাল

পিআরসি-র হাসপাতাল

জনসংযোগ বাড়াতে ইতিমধ্যেই পিপলস রিলিফ কমিটির অধীনে থাকা স্বাস্থ্যকেন্দ্রকে কয়েক আসনের হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে।

বাংলা ভাষায় মার্কসবাদের সংক্ষিপ্ত পরিচয়

বাংলা ভাষায় মার্কসবাদের সংক্ষিপ্ত পরিচয়

হাসিম আব্দুল হালিম ফাউন্ডেশনের উদ্যোগে বাংলা ভাষায় মার্কসবাদের সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার কাজও শুরু হয়েছে ২ নভেম্বর থেকে। চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। শনিবার ও রবিবার ক্লাস। মোট আটদিন ক্লাস ২ ঘন্টা করে। এই কাজের মূল উদ্যোগ বাম জমানায় স্পিকার থাকা প্রয়াত হাসিম আব্দুল হালিমের পুত্র ফুয়াদ হালিম।

ফুয়াদ হালিম জানিয়েছেন, সাধারণ মানুষ যদি এই চর্চায় আগ্রহ দেখায়, তাদের এই চর্চায় অংশ গ্রহণের কোনও সুযোগ নেই। সেই শূন্যতা পূরণ করার জন্যই এই উদ্যোগ। আর এই উদ্যোগে ভাল সাড়া পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন ফুয়াদ হালিম।

কোর্সের মধ্যে রয়েছে, মার্কসবাদের পরিচয়, রাষ্ট্র-পার্টি-বিপ্লব, সাম্রাজ্যবাদ ও নয়া উপনিবেশবাদ, মার্কসবাদ ও গণতন্ত্র, মার্কসবাদ ও জাতীয়তাবাদ, মার্কসবাদ ও বিজ্ঞান, মার্কসবাদ ও ধর্ম এবং মার্কসবাদ ও রাজনৈতিক অর্থনীতি। যাঁরা কোর্সটি শেষ করবেন, তাঁদের জন্য শংসাপত্রের ব্যবস্থাও থাকছে।

English summary
CPM has started classes on Marxism in a nut shell in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X