For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘মোদী-দিদি এক কয়েনের এপিঠ-ওপিঠ’, আমডাঙা হিংসায় গোপন আঁতাতের তোপ ইয়েচুরির

আমডাঙা হিংসা প্রসঙ্গে তৃণমূল-বিজেপি অশুভ আঁতাতের অভিযোগ তুললেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি বলেন, ভোটে হেরে মানতে পারেনি তৃণমূল।

  • |
Google Oneindia Bengali News

আমডাঙা হিংসা প্রসঙ্গে তৃণমূল-বিজেপি অশুভ আঁতাতের অভিযোগ তুললেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি বলেন, ভোটে হেরে মানতে পারেনি তৃণমূল। তাই পঞ্চায়েত বোর্ড গঠনের সময় হামলা চালিয়েছে। আমডাঙা হিংসায় তৃণমূল ও বিজেপি মিলিত হয়েছে। মোদী আর দিদি হলেন একই কয়েনের এপিঠ-ওপিঠ।

‘মোদী-দিদি এক কয়েনের এপিঠ-ওপিঠ’, আমডাঙা হিংসায় গোপন আঁতাতের তোপ ইয়েচুরির

সীতারাম ইয়েচুরি থেকে জেলা সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্য, তন্ময় ভট্টাচার্য- প্রত্যেকেরই অভিমত আমডাঙায় সংখ্যাগরিষ্ঠতা পায়নি তৃণমূল। তাই বিজেপিকে সঙ্গে নিয়ে তারা জোট করার চেষ্টা ছিল। সিপিএমকেও ভাঙানোর চেষ্টা করেছিল। তা করতে না পেরেই এলাকায় সন্ত্রাস সৃষ্টি করেছে। তারই জেরে জ্বলছে আমডাঙা।

[আরও পড়ুন:তীর্থ যাত্রায় রাহুল, কোন পথ ধরে কৈলাস-মানস সরোবর যাচ্ছেন কং-সভাপতি][আরও পড়ুন:তীর্থ যাত্রায় রাহুল, কোন পথ ধরে কৈলাস-মানস সরোবর যাচ্ছেন কং-সভাপতি]

ইয়েচুরি বলেন, কেন্দ্রে বিজেপি, আর রাজ্যে তৃণমূল একইরকমভাবে সরকার চালাচ্ছে। মোদী আর দিদির এই ব্যাপারে খুবই মিল। রাজ্যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হয়েছে। যেখানে তৃণমূল বোর্ড গড়তে পারছে না, সেখানেই হিংসা চলছে। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি ও সিপিএম মিলিত হয়ে হামলা চালানো হয় আমডাঙায়। সিপিএম পাল্টা অভিযোগ করে বিজেপি ও তৃণমূলের আঁতাতের।

[আরও পড়ুন:বিজেপির জল্লাদদের সঙ্গে তৃণমূলের উন্মাদদের মেলালেন সুজন, পাল্টা তোপ মমতাকে ][আরও পড়ুন:বিজেপির জল্লাদদের সঙ্গে তৃণমূলের উন্মাদদের মেলালেন সুজন, পাল্টা তোপ মমতাকে ]

‘মোদী-দিদি এক কয়েনের এপিঠ-ওপিঠ’, আমডাঙা হিংসায় গোপন আঁতাতের তোপ ইয়েচুরির

উল্লেখ্য, পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনার আমডাঙা। মঙ্গলবার সন্ধেয় আমডাঙার তাড়াবেড়িয়ায় সিপিএম ও তৃণমূলের সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই তৃণমূল কর্মী এবং এক সিপিএম কর্মীর। সংঘর্ষে যথেচ্ছ বোমা-গুলি চলে। সংঘর্ষ নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। এলাকায় পঞ্চায়েতের বোর্ডগঠন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে।

[আরও পড়ুন:বিজেপির সমর্থনে প্রধান নির্বাচনে বিতর্ক শাসকের অন্দরে! অভিযুক্ত তৃণমূল বিধায়ক][আরও পড়ুন:বিজেপির সমর্থনে প্রধান নির্বাচনে বিতর্ক শাসকের অন্দরে! অভিযুক্ত তৃণমূল বিধায়ক]

English summary
CPM general secretary Sitaram Yechuri attacks TMC and BJP. He says both are equal. Mamata Banerjee and Narendra Modi are lke a coin,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X