For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার শিল্পনীতিকে কটাক্ষ, রাজ্যে শিল্প আনতে গেলে তৃণমূলকে হঠাতে হবে : সূর্য

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৭ জানুয়ারি : আসন্ন বিধানসভা নির্বাচনে শিল্পায়নকে ভরসা করেই যে ভোটে নামতে চাইছে বামেরা তা ফের একবার স্পষ্ট করলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

আগামিকাল শুক্রবার থেকে শহরে বসছে বিশ্ববঙ্গ সম্মেলন। তার আগে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শিল্পনীতি নিয়ে কড়া আক্রমণ করলেন সূর্যবাবু। বড় শিল্প আনতে রাজ্য সরকার চূড়ান্ত ব্যর্থ এমনটাই জানান তিনি। পাশাপাশি এই ধরনের সম্মেলন শিল্পের পরিবেশকে নষ্ট করছে বলেও অভিযোগ করেন এই বাম নেতা।

রাজ্যে শিল্প আনতে গেলে তৃণমূলকে হঠাতে হবে : সূর্য

সূর্যবাবুর মতে, গত চার বছরে রাজ্যবাসী অনেক সম্মেলন দেখেছে। কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি। যে শিল্পগুলি রাজ্য়ে ছিল, সেগুলিও পাততাড়ি গুটিয়ে অন্য রাজ্যে চলে গিয়েছে তৃণমূলের অত্যাচারে।

সূর্যকান্ত মিশ্র আরও জানান, রাজ্যে যা শিল্প হয়েছে তা বামেদের আমলেই হয়েছে। তাই রাজ্যে ফের শিল্পের পরিবেশ ফিরিয়ে আনতে হলে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে হবে বলেও হুঙ্কার ছাড়েন তিনি।

২০০৬ সালে ক্ষমতায় আসার পরে সিঙ্গুরে টাটার একলাখি গাড়ি প্রকল্প তৈরিতে উদ্যোগী হয় সরকার। সেসময়ে বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ফলে জোর করে শিল্প করতে পারেনি বাম সরকার। পরবর্তী নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে তৃণমূল ক্ষমতায় আসে।

এদিন সেই প্রসঙ্গ তুলে ধরে সূর্যকান্ত মিশ্র কটাক্ষের সুরে বলেন, যারা সিঙ্গুরে ন্যানো গাড়ি কারখানা করতে দেয়নি, তারাই আজ ঘটা করে শিল্প সম্মেলন করছে!

English summary
CPM criticises TMC's industrial policy ahead of industry summit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X