জনজোয়ারের জন্য কতটা তৈরি কলকাতা! পুলিশ কমিশনার ঘুরে দেখলেন প্রস্তুতি, দেখুন ভিডিও
পুজো প্যান্ডেলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সরেজমিনে নেমে পড়লেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার-সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা। বৃহস্পতিবার মধ্য ও দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি পুজো মণ্ডপে ঘুরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন তাঁরা।

একডালিয়া এভারগ্রিন দিয়ে শুরু
বালিগঞ্জের একডালিয়া এভারগ্রিনের থেকে শুরু করে দেশপ্রিয় পার্ক, চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, সন্তোষ মিত্র স্কোয়ার, মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ারের মতো বড় এবং বড় জনসমাগম হয় এমন পুজোর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন।

পরিদর্শনে অতিরিক্ত পুলিশ কমিশনারও
কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে এদিনের পরিদর্শনে ছিলেন অতিরিক্ত কমিশনার বিনিদ্র এল এবং সুপ্রতিম সরকার।
পুজো কমিটিগুলিকে অনুদান
পুজো কমিটিগুলিতে ১০ হাজার টাকা করে যে অনুদানের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, এদিন পরিদর্শনের সময় সেই চেক তুলে দেন পুজোর কমিটির কর্তাদের হাতে।
বাড়তি বাহিনী নাকতলায়
এর আগে দেশপ্রিয় পার্কের বড় দুর্গাকে কেন্দ্র করে যে বিপুল জনজোয়ার ও দর্শনার্থীদের আহত হওয়ার ঘটনা ঘটেছিল। এবছরের পুজোয় সেরকম ঘটনা বন্ধ করতে আগাম সতর্কতা নেওয়া হয়েছে। নাকতলা উদয়ন সংঘের পক্ষ থেকে জানানো হয়েছিল প্রতিঘন্টায় প্রতিমার রূপ বদলে যাবে। সেজন্য সেখানে বাড়তি বাহিনী মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে।
পুজোর সময় যাতে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তারও প্রস্তুতি নেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে। মণ্ডপ গুলোর ঢোকার এবং বেরনোর নিয়ম মানা হচ্ছে কিনা এদিন তাও খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা।