অবশেষে জামিন! ভাঙড় কাণ্ডে মুক্ত আরাবুল
ভাঙড় কাণ্ডে জামিন পেলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। ৭২ দিন পরে জামিন পেলেন তিনি। তবে এই জামিন হয়েছে শর্ত সাপেক্ষে। কাশীপুর, রাজারহাট ও ভাঙড় এলাকায় ঢুকতে পারবেন না তিনি। এমনটাই নির্দেশ দিয়েছেন বারুইপুর আদালতের বিচারক।

আগের ৫ বার জামিনের আবেদন নাকচ হয়ে গেলেও ষষ্ঠবারে সাফল্য পেলেন আরাবুল ইসলাম। পঞ্চায়েত নির্বাচনের মুখে ভাঙড়ের পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনকারীদের সদস্য হাফিজুল মোল্লা গুলিবিদ্ধ হন। পরে তিনি মারা যান। এই ঘটনায় আরাবুল ইসলাম সরাসরি জড়িত বলে অভিযোগ উঠেছিল।
মুখ্যমন্ত্রীর নির্দেশে ১১ মে তাঁকে গ্রেফতার করেছিল কাশীপুর থানার পুলিশ। ১২ মে তাঁকে বারুইপুর আদালতে তোলা হয়। সেই থেকে বিচারকের নির্দেশে আরাবুল হেফাজতেই ছিলেন।
এর আগে নিহত হাফিজুল মোল্লার স্ত্রী হলফনামায় জানিয়েছিলেন, তার স্বামীর হত্যার ঘটনায় আরাবুল ইসলাম জড়িত নন।
গ্রেফতার হওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন আরাবুল ইসলাম। তাঁকে হাসপাতালেও ভর্তি করানো হয়েছিল। স্বাস্থ্যের কারণে আরাবুলের জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবীরা।