For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নোট বাতিলের ভুল শুধরে নিন, ‘স্বৈরাচারী’ মোদী সরকারকে নিশানা মমতার

নোট বাতিলের ৫০ দিন পূর্তিতে মোদী সরকারকে ফের নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করেই মোদী সরকারের পাশে স্বৈরাচারী তকমা বসিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

  • By Sanjay
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৩০ ডিসেম্বর : নোট বাতিলের ৫০ দিন পূর্তিতে মোদী সরকারকে ফের নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করেই মোদী সরকারের পাশে স্বৈরাচারী তকমা বসিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, স্বৈরাচারী সরকারের দায়বদ্ধতা তার নিজের কাছে। আর গণতান্ত্রিক সরকারের দায়বদ্ধতা জনগণের কাছে। আমরা গণতান্ত্রিক সরকার, তাই মানুষের কাছে দায়বদ্ধ। আমরা ভুল করলে শুধরে নিতে জানি। ভুল করলে শুধরে নেওয়াটা দোষের নয়।

তাঁর এই বক্তব্যের মাধ্যমে ঘুরিয়ে মোদী সরকারকে নোট বাতিলের ভুল সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার স্বাস্থ্য সাথী প্রকল্পের এক অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নোট বাতিলের ফলে নাকাল হচ্ছেন দেশবাসী। সাধারণ মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন। ইতিমধ্যেই ১০৭ জন মারা গিয়েছেন নোট দুর্ভোগের কারণে। কৃষক-শ্রমিক শ্রেণির মানুষ ঘোর বিপদে পড়েছেন।

নোট বাতিলের ভুল শুধরে নিন, ‘স্বৈরাচারী’ মোদী সরকারকে নিশানা মমতার

মুখ্যমন্ত্রী বলেন, দেশে অচলাবস্থা চলছে। তবু কিছু বলা যাবে না। বললেই 'গব্বরে'র ভয় দেখানো হচ্ছে। নোট বাতিলের পর কেটে গিয়েছে ৫০ দিন। মোদীজির নির্ধারিত দিন আজই শেষ। তবু ব্যাঙ্ক-এটিএম সচল হয়নি। ৫০ দিন পর ৫ হাজার টাকাও দিতে পারছে না ব্যাঙ্কগুলি। কবে এই সঙ্কটের সুরাহা মিলবে জানেন না কেউ। প্রমাণ হয়ে গিয়েছে এই নোট বাতিলের সিদ্ধান্ত পুরোপুলি ভুল। তাই তা প্রত্যাহার করে নেওয়া হোক। ভুল করলে শুধরে নেওয়া গণতান্ত্রিক সরকারের ধর্ম।

English summary
Correct the mistake of decision of note cancellation. Mamata attack Modi government. She said, Modi government is a autocratic government,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X