ফের বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ, কলকাতায় আক্রান্ত সর্বাধিক
ফের উর্ধ্বমুখী রাজ্যের করোনা গ্রাফ। গতকাল যেখানে দৈনিক করোনা সংক্রমণ ১৩৩ ছিল। সেটা ২৪ ঘণ্টায় বেড়ে হয়েছে ১৮১। এক ধাক্কায় অনেকটাই বেড়েছে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। তবে আশার কথা দৈনিক মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়ে গিয়েছে।আরও একটি আশার তথ্য দিয়েছে স্বাস্থ্য দফতর। উত্তরবঙ্গের দুই জেলা আলিপুরদুয়ার ও কালিম্পং এবং ঝাড়গ্রামে নতুন করে গত ২৪ ঘণ্টায় কোনও করোনা সংক্রমণ হয়নি।

গোটা দেশের সঙ্গে রাজ্যের করোনা ভাইরাসের করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গেও। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮১ জন। গতকালের চেয়ে যা অনেকটাই বেশি। সর্বাধিক করোনা সংক্রমণ হয়েছে শহর কলকাতায়। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৯ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৮ জন। তার পড়ে রয়েছে হাওড়া।আক্রান্ত হয়েছেন ২০ জন।
তবে আশা জাগাচ্ছে সুস্থতার সংখ্যাও বেড়েছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২৪৩ জন। এদিকে মহারাষ্ট্রে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। এক দিনে ৫০০০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। ইতিমধ্যেই দুই জেলায় জারি করা হয়েছে লকডাউন। বাণিজ্য নগরী মুম্বইয়েও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে হু হু করে।একাধিক বিধিনিষেধ নতুন করে জারি করা হয়েছে মুম্বইয়ে।