পরীক্ষার আগেই করোনা উপসর্গ নিয়ে ভর্তি রোগীর মৃত্যু, আতঙ্গ এমআর বাঙুরে
কোনও পরীক্ষার আগেই আইসোলেশনে থাকা এক রোগীর মৃত্যু ঘিরে আতঙ্ক টালিগঞ্জের এমআর বাঙুর হাসপাতালে। ৫৪ বছর বয়সী হাওড়ার বাসিন্দার করোনা উপসর্গ থাকায় এসএসকেএম থেকে এমআর বাঙুরে পাঠানো হয়। বুধবার সকালে লালারসের নমুনা এসএসকেএম-এ পাঠানোর কথা ছিল। কিন্তু তার আগেই মৃত্যু হয় ওই রোগীর। ফলে মৃত ওই ব্যক্তিকে নিয়ে ধন্দে স্বাস্থ্য দফতর। পাশাপাশি এই ব্যক্তির মৃতদের নিয়েই বা কোন ধরনের সতর্কতা অবলম্বন করা হবে, তা নিয়ে ধন্দে হাসপাতাল কর্তৃপক্ষ।

১১ মার্চ পুরী থেকে ফেরার পর অসুস্থ
পরিবার সূত্রে জানা গিয়েছে ১১ মার্চ পুরী থেকে ফেরার পর অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। তবে তার বিদেশযাত্রার কোনও ইতিহাস নেই। প্রথমে এমআর বাঙুরে ভর্তি করানো হলেও, উপসর্গ দেখা দেওয়ায় মঙ্গলবার তাঁকে এমআর বাঙুরের আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়।

বুধবার সকালেই নমুনা পরীক্ষার কথা ছিল
বুধবার সকালে নমুনা পরীক্ষার কথা ছিল ওই ব্যক্তির। কিন্তু তার আগে ভোরেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

মৃতদেহ নিয়ে জটিলতা
করোনা পরীক্ষা করার আগেই মৃত্যু রোগীর। তাই এই দেহ সৎকারের জন্য কোন উপায় নেওয়া হবে তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

আতঙ্কিত প্রতিবেশী ও আইসোলেশনের রোগীরা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশীরা মৃতের পরিবারের সবাইকে কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়ার দাবি তুলেছেন। অন্যদিকে আইসোলেশনে থাকা রোগীরা বলছেন দুটি বেডের মধ্যে দূরত্ব থাকলেও, একই শৌচাগার ব্যবহার করতে হওয়া, আতঙ্কে রয়েছেন তারা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষে জানিয়েছে, এনিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। সবকিছু নিয়ম মনেই করা হচ্ছে।