For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় একই হারে বাড়ছে করোনা সংক্রমণ, জেলার পরিসংখ্যান একনজরে

করোনা সংক্রমণ উদ্বেগ বেড়েই চলেছে কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। দুই জেলাতেই সংক্রমণ একদিনে ৬০০-র উপরে। শনিবার করোনা পরিসংখ্যান এই দুই জেলার পাশাপাশি বাড়ল অন্য জেলাগুলিতেও।

Google Oneindia Bengali News

করোনা সংক্রমণ উদ্বেগ বেড়েই চলেছে কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। দুই জেলাতেই সংক্রমণ একদিনে ৬০০-র উপরে। শনিবার করোনা পরিসংখ্যান এই দুই জেলার পাশাপাশি বাড়ল অন্য জেলাগুলিতেও। করোনায় মৃত্যুও কলকাতা ও উত্তর ২৪ পরগনায় উদ্বেগজনক হারে বাড়ছে। কলকাতা সংলগ্ন চার জেলার পাশাপাশি অন্য জেলাতেও উদ্বেগ বাড়ছে।

কলকাতায় সংক্রমণের ধারাবাহিকতা জারি

কলকাতায় সংক্রমণের ধারাবাহিকতা জারি

এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩০৭৪। এর মধ্যে শুধু কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন একদিনে ৬৭১ জন। গতদিনের তুলনায় ফের বাড়ল করোনা সংক্রমণ। তবে কয়েকদিন ধরেই সাতশোর উপর বাড়ছিল সংক্রমণ। সেই তুলনায় এদিন কম, সাতশোর নিচেই রইল সংক্রমিতের সংখ্যা। এদিন কলকাতায় মৃতের সংখ্যা ২১ জন।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

শনিবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩১৭৫৬। এদিন ৬৭১ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০৫৭ জনের। এদিন মৃত্যু হয়েছে রেকর্ড সংখ্যক ২১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২৪০৫৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬৬৪৫ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হলেন ৫৬২ জন।

উত্তর ২৪ পরগনা ও হাওড়া

উত্তর ২৪ পরগনা ও হাওড়া

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত আক্রান্ত ২৪১০৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৪২ জন। মৃত্যু হয়েছে মোট ৫৫৫ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৫ জনের। হাওড়ায় আক্রান্ত ১১০০৯। এদিন আক্রান্ত হয়েছেন ১৯০ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৮৫ জন। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের।

অন্যান্য জেলায় করোনায় হানা

অন্যান্য জেলায় করোনায় হানা

দক্ষিণ ২৪ পরগনায় ১৯০ জন বেড়ে হয়েছে ৮৩২৩। হুগলিতে ১৭৭ জন বেড়ে আক্রান্ত ৫৩৭১ জন। এছাড়া আলিপুরদুয়ারে ৯৩৭, কোচবিহারে ১৬৬৭, দার্জিলিংয়ে ৩৫০৭ জন, কালিম্পংয়ে ২৮৪, জলপাইগুড়ি ২১৫৩, উত্তর দিনাজপুর ১৫৬১, দক্ষিণ দিনাজপুর ২১২৯, মালদহে ৩৭৭৯, মুর্শিদাবাদ ১৮৫৫, নদিয়া ২২০৪, বীরভূম ১২০০, পুরুলিয়া ৫৪০, বাঁকুড়া ১৩৪৩, ঝাড়গ্রাম ১৩৬, পশ্চিম মেদিনীপুর ২০৮৬, পূর্ব মেদিনীপুর ৩৪৮৯, পূর্ব বর্ধমান ১৮৭৪, পশ্চিম বর্ধমান ২০৫৪, আর অন্য রাজ্যের বাসিন্দা ৬৬ জন আক্রান্ত হন।

English summary
Coronavirus affected and death increased anxiety in Kolkata and North 24 pargana.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X