For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় বেড়েই চলেছে করোনা সংক্রমণ, অন্য জেলার পরিসংখ্যান একনজরে

করোনা সংক্রমণ উদ্বেগ বেড়েই চলেছে কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। মঙ্গলবার করোনা পরিসংখ্যান ফের বাড়ল দুই জেলার সংক্রমণ।

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাস সংক্রমণ উদ্বেগ বেড়েই চলেছে কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। মঙ্গলবার করোনা পরিসংখ্যান ফের বাড়ল দুই জেলার সংক্রমণ। কলকাতায় করোনা সংক্রমণ একদিনে ফের বাড়ল সাতশোরও অধিক। করোনা পরিসংখ্যানে উত্তর ২৪ পরগনাও উদ্বেগজনক। অন্য জেলার সংক্রমণ একটু হলেও কমেছে।

কলকাতার পাশাপাশি সংক্রমণ বাড়ছে উত্তর ২৪ পরগনাতেও

কলকাতার পাশাপাশি সংক্রমণ বাড়ছে উত্তর ২৪ পরগনাতেও

মঙ্গলবার বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৯৩১। এর মধ্যে শুধু কলকাতায় আক্রান্ত হয়েছেন ৭১১ জন। কলকাতার করোনা আক্রান্তের ধারাবাহিকভাবে বাড়ছে সাতশোরও বেশি করে। মাঝে কয়েকদিন ৭০০-র একটু নিচে নেমেছিল করোনা সংক্রমণ। ফলে কলকাতায় উদ্বেগ বেড়েই চলেছে।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯১৮৫ জন। এদিন ৭১১ জন আক্রান্ত হয়েছেন শহরে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৯৮০ জনের। এদিন মৃত্যু হয়েছে রেকর্ড সংখ্যক ১৮ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২১৫৯০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬৬১৫ জন।

উত্তর ২৪ পরগনা ও হাওড়া

উত্তর ২৪ পরগনা ও হাওড়া

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত আক্রান্ত ২১৬৯০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৪৩ জন। মৃত্যু হয়েছে মোট ৪৯৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের। হাওড়ায় আক্রান্ত ১০১০০। এদিন আক্রান্ত হয়েছেন ১৫৬ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৫৮ জন। এদিন মৃত্যু হয়েছে ৫ জনের।

অন্যান্য জেলায় করোনায় হানা

অন্যান্য জেলায় করোনায় হানা

দক্ষিণ ২৪ পরগনায় ২২০ জন বেড়ে হয়েছে ৭৪০৯। হুগলিতে ১১৫ জন বেড়ে আক্রান্ত ৪৮১০ জন। এছাড়া আলিপুরদুয়ারে ৭৮৯, কোচবিহারে ১৪১৫, দার্জিলিংয়ে ৩১৫০ জন, কালিম্পংয়ে ১৮৮, জলপাইগুড়ি ১৮৮৯, উত্তর দিনাজপুর ১৪২৬, দক্ষিণ দিনাজপুর ১৯০০, মালদহে ৩২৮৭, মুর্শিদাবাদ ১৪৭২, নদিয়া ১৮১৪, বীরভূম ১০৬৭, পুরুলিয়া ৪১৯, বাঁকুড়া ১১৯২, ঝাড়গ্রাম ৯৯, পশ্চিম মেদিনীপুর ১৬৯৬, পূর্ব মেদিনীপুর ২৮৮১, পূর্ব বর্ধমান ১৬১১, পশ্চিম বর্ধমান ১৭৯৯, আর অন্য রাজ্যের বাসিন্দা ৬৬ জন আক্রান্ত হন।

English summary
Coronavirus affected again increased in Kolkata and North 24 pargana. Corona statistics is increases in districts.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X